ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

গোল্ডকাপ ফুটবলে যশোরকে হারালো ঝিনাইদহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, জানুয়ারি ৫, ২০১৮
গোল্ডকাপ ফুটবলে যশোরকে হারালো ঝিনাইদহ ছবি: সংগৃহীত

মাগুরার মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আন্তঃজেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে যশোর জেলা দলকে দল ২-০ গোলে হারিয়েছে ঝিনাইদহ জেলা।

শুক্রবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধের ২১ মিনিটে ঝিনাইদহকে লিড এনে দেন দলের বিদেশি খেলোয়াড় ম্যাজি। দ্বিতীয়ার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুণ করেন সাব্বির।

নির্ধারিত সময়ের আগে আর কেউই জালের দেখা পাননি।

বিজয়ী দলের ম্যাজির হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আতিকুর রহমান। শনিবারের (৬ ডিসেম্বর) ম্যাচে স্বাগতিক মাগুরার সামনে কুষ্টিয়া জেলা টিম।

ছবি: সংগৃহীতযুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ইনডেক্স গ্রুপের সহযোগিতায় মাগুরা জেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করেছে। ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাড. বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

স্বাগতিকরা ছাড়াও যশোর, খুলনা, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও নড়াইল জেলা দল এই প্রতিযোগিতায় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ৫ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।