লা লিগার নতুন মৌসুমে আগের গতি ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ ওভেইদোর মাঠে উজ্জ্বল ছিলেন এমবাপে-ভিনিসিয়ুসরা।
লা লিগায় দীর্ঘ ২৪ বছর পর ফেরা ওভেইদোর বিপক্ষে প্রথম দিকেই চাপ বাড়ায় রিয়াল। বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে বারবার গোলের সুযোগ হাতছাড়া হয়। রদ্রিগো, মাস্তান্তুয়ানো ও তরুণ আর্দা গিলের চেষ্টা প্রতিপক্ষ গোলরক্ষক বা ডিফেন্সে আটকে যায়। অবশেষে ৩৮তম মিনিটে অচলাবস্থা কাটায় এমবাপে। মাঝমাঠে বল কাড়েন চুয়ামেনি, তার পাস থেকে গিলের খুঁজে নেন এমবাপেকে। দারুণ নিয়ন্ত্রণে বল নিয়ে জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।
প্রথমার্ধে লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধেও রেয়ালের আধিপত্য বজায় থাকে। কোচ আলোনসো নামান ভিনিসিয়ুস ও ব্রাহিম দিয়াসকে। নামার পরই ছন্দে ফিরেন ব্রাজিলিয়ান তারকা। ৮৩তম মিনিটে মাঝমাঠ থেকে দৌড়ে উঠে এমবাপেকে দেন নিখুঁত পাস। দূরের পোস্ট দিয়ে চমৎকার শটে দ্বিতীয়বার জালের দেখা পান ফরাসি তারকা। অল্প সময় পর হ্যাটট্রিক করার সুযোগও এসেছিল তার সামনে, তবে প্রতিপক্ষ গোলরক্ষকের দুর্দান্ত সেভে বঞ্চিত হন। এরপর তাকে তুলে নেন কোচ।
ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস। পাল্টা আক্রমণ থেকে বক্সে ঢুকে অনায়াসে বল পাঠান জালে। মৌসুমের প্রথম গোল পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ওভেইদো অবশ্য একটি সুযোগ পেয়েছিল ব্যবধান কমানোর। কিন্তু হাসানের শট ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া।
শেষ পর্যন্ত আর গোল না হয়ে ৩-০ ব্যবধানেই জয় তুলে নেয় রেয়াল মাদ্রিদ। দুই ম্যাচে টানা জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে গোলের ব্যবধানে এগিয়ে শীর্ষে ভিয়ারিয়াল, আর দ্বিতীয় স্থানে বার্সেলোনা।
আরইউ