ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ডার্বি ম্যাচে দুর্দান্ত বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
ডার্বি ম্যাচে দুর্দান্ত বার্সা ছবি: সংগৃহীত

লা লিগায় ২০০৯ সাল থেকে নগর প্রতিদ্বন্দ্বির বিপক্ষে অজেয় বার্সেলোনা। এবারও তার ব্যতিক্রম হলো না। ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত কাতালান ডার্বি ম্যাচে এসপানিওলকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে লুইস এনরিকের শিষ্যরা।

ঢাকা: লা লিগায় ২০০৯ সাল থেকে নগর প্রতিদ্বন্দ্বির বিপক্ষে অজেয় বার্সেলোনা। এবারও তার ব্যতিক্রম হলো না।

ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত কাতালান ডার্বি ম্যাচে এসপানিওলকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে লুইস এনরিকের শিষ্যরা।

দুর্দান্ত জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ফিরে এসেছে বার্সা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের (১৫ ম্যাচে ৩৭) চেয়ে পয়েন্টের পার্থক্য এখন মাত্র তিন।

...

প্রায় ৮০ হাজার দর্শকের সামনে জোড়া গোল উদযাপনে মাতেন লুইস সুয়ারেজ। ম্যাচের ১৮ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার চোখ ধাঁধানো পাসে বার্সাকে লিড এনে দেন উরুগুইয়ান ‘গোলমেশিন’। ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে আবারো কাতালানদের উল্লাসের মধ্যমণি হন সুয়ারেজ। পরের মিনিটেই স্কোরশিটে নাম লেখান জর্ডি আলবা। দু’টি গোলেরই নেপথ্য কারিগর লিওনেল মেসি।  ৭৯ মিনিটে এসপানিওলের হয়ে একটি গোল পরিশোধ করেন মিডফিল্ডার ডেভিড লোপেজ।

...

‘এমএসএন’ ত্রয়ীর নেইমার গোল না পেলেও নির্ধারিত সময়ের শেষ মিনিটে সুয়ারেজের পাসে এসপানিওলের জালে বল পাঠান মেসি। পুরো ম্যাচ জুড়েই অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখেন আর্জেন্টাইন আইকন।  রেফারি শেষ বাঁশি বাজানোর পর দাপুটে জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।