ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

ফুটবল

বিশ্বকাপমাতানো স্টেডিয়াম-৯

নাটালের অ্যারেনা ডাস ডুনাস

মিলটন মোললা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুলাই ৭, ২০১৪
নাটালের অ্যারেনা ডাস ডুনাস ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিল বিশ্বকাপ মাতাচ্ছে ছোট বড় মোট ১২টি স্টেডিয়াম। এর একেকটির সৌন্দর্য, দর্শক ধারণক্ষমতা, সুযোগ-সুবিধা একেকরকম।

ইচ্ছেঘুড়ির পাঠকদের জন্য ১২টি স্টেডিয়াম পরিচিতির নবমটি দেওয়া হলো আজ।

ব্রাজিলের উত্তরপূর্ব সমুদ্র উপকূলে ফোর্তেলেজা ও রিসাইফের মাঝামাঝি অবস্থিত অ্যারেনা ডাস ডুনাস। দর্শক ধারণক্ষমতা ৪২ হাজার ৮৬ জন।


সমুদ্র সমতল থেকে এর উচ্চতা মাত্র দেড়শো ফুট। নাটালেরর মাঠে অনুষ্ঠিত ম্যাচগুলোয় খেলোয়াড়দের প্রধান সমস্যা হয় এখানকার বাতাসের আর্দ্রতা। জুন মাসের মাঝামাঝি এর পরিমাণ থাকে প্রায় ৯৭ শতাংশ।


ঘড়ির কাঁটার অবস্থান গ্রিনিচ মিন টাইম থেকে তিন ঘণ্টা পিছিয়ে। রিও থেকে দূরত্ব প্রায় দেড় হাজার মাইলের ওপর।


এর পূর্বসূরি স্টেডিয়ামটির নাম ছিল মাচাদাও। পরে এটি ভেঙে ফেলা হয় ২০১১ সালে। মরুভূমিতে বাতাসের আদরে গজিয়ে ওঠা বালিয়াড়ির আকার দেওয়া হয়েছে এর নকশায়।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।