ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

৮ বছর পর বিশ্বকাপে মেসির গোল

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৮, জুন ১৬, ২০১৪
৮ বছর পর বিশ্বকাপে মেসির গোল লিওনেল মেসি

ঢাকা: দীর্ঘ ৮ বছর পর বিশ্বকাপে গোল পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ দলের নেতা ও নীল-সাদাদের প্রাণভোমরা লিওনেল মেসি।

ব্রাজিলে বিশ্বকাপের ২০তম আসরে এফ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নবাগত বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে খেলার ৬৫ মিনিটে দুর্দান্ত এক গোলে ৮ বছরের গোলখরা কাটান বার্সেলোনা নিউক্লিয়াস।

এটি বিশ্বকাপের ৯ ম্যাচে তার দ্বিতীয় গোল।

এর আগে ২০০৬ সালের ১৬ জুন ১৮তম বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়া ও মন্টেনিগ্রোর বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে নেমেই গোল করেন মেসি।

ওই ম্যাচ ছিল মেসির বিশ্বকাপের প্রথম ম্যাচ। সেদিন আর্জেন্টিনার হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মাঠে নামেন তিনি।

এরপর ২০১০ এর আফ্রিকা বিশ্বকাপে ৫টি ম্যাচ খেলে দুর্দান্ত নৈপূণ্য প্রদর্শন করলেও কাঙ্খিত গোলের দেখা পাননি এ গোলমেশিন।

তবে এ দীর্ঘ সময়ে মেসির হাতে উঠেছে ৩টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা, ৬টি লা লীগা শিরোপা, টানা ৪টি ফিফা ব্যালন ডি’অর ট্রফিসহ অংসখ্য পুরস্কার।

শেষ পর্যন্ত বসনিয়া ম্যাচ দিয়ে লা আলবিসিলেস্তেদের নেতা জানান দিলেন এই গোল শুধু তার নতুন শু‍রুই নয়। দীর্ঘ ২৮ বছর ধরে যে ক্ষুধা বয়ে বেড়াচ্ছে ম্যারাডোনার দেশ তারও অবসানের শুরু।

** মেসির গোল, ‘পেয়েছেন’ যেন ‘পাচ্ছেন’ হয়!
** মেসির গোলে আর্জেন্টিনার জয়

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।