ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

ছবিতে ফ্রান্স-হন্ডুরাস লড়াই

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪৪, জুন ১৬, ২০১৪
ছবিতে ফ্রান্স-হন্ডুরাস লড়াই

ঢাকা: করিম বেনজেমার জোড়া গোলে দুর্বল হন্ডুরাসের বিপক্ষে ৩-০ তে জয় পেয়েছে ফ্রান্স। খেলার ৪৩ মিনিটে পেনাল্টি থেকে এবং ৭২ মিনিটে ম্যাথিউ ডেবুচির পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন বেনজেমা।

এছাড়া, ৪৮ মিনিটে হন্ডুরাস গোলরক্ষকের আত্মঘাতী গোলটিতেও অবদান রয়েছে রিয়াল মাদ্রিদ তারকার।

দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়ে খেলতে নামা দুর্বল হন্ডুরাসকে আরও ২ গোল দিয়ে ব্যবধান ৩-০ করে ফ্রান্স।

একটি লাল ও পাঁচটি হলুদ কার্ডের এ ম্যাচে ফাউল হয়েছে মোট ২৭টি। ফ্রান্স জয় নিয়ে মাঠ ছাড়লেও হন্ডুরাসের বিপক্ষে দলটির ঝগড়াও দেখা গেছে মাঠে। অবশ্য রেফারি ও লাইন্সম্যানসহ সংশ্লিষ্টরা এগিয়ে এলে পরিস্থিতি শান্ত হয় এবং আবার খেলা শুরু হয়।

রোববার বাংলাদেশ সময় রাত ১টায় পোর্তো আলেগ্রের স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচের কিছু ছবি পাঠকদের জন্য উপস্থাপন করছে বাংলানিউজ।


















বাংলাদেশ সময়: ০৩৪২ ঘণ্টা, জুন ১৬, ২১০৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।