ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

বিশ্বকাপের ফোর মাস্কেটিয়ার্স

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৪
বিশ্বকাপের ফোর মাস্কেটিয়ার্স

ঢাকা: ব্রাজিল বিশ্বকাপে শক্তিমত্তার বিচারে আঙ‍ুলের কড় গুণে যে কয়েকটি দলের নাম বলা যায় তাদের মধ্যে অন্যতম শীর্ষ দল দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

গত ২৮ বছরে দলটি অব্যাহতভাবে ব্যর্থ হলেও এবার শক্তিমত্তা ও খেলোয়ারদের পরিসংখ্যান বিচারে দলটিকে শিরোপা অন্যতম দাবিদার মনে করা হচ্ছে।



সোমবার ভোরে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। এজন্য কোচ আলেসান্দ্রো সাবেলা ভরসা রাখছেন ‘ফোর মাস্কেটিয়ার্স’ এর ওপর। যাদের কাঁধে চেয়ে কাপ যাবে আর্জেন্টিনায়।

আর্জেন্টিনার ফোর মাস্কেটিয়ার্স:

লিউনেল মেসি
জন্ম: রোজারিও, আর্জেন্টিনা
বয়স: ২৬ বছর
উচ্চতা: ৫ ফুট ৭ ইঞ্চি
পজিশন: ফরোয়ার্ড
জার্সি নম্বর: ১০
জাতীয় দলের হয়ে গোল: ৮৬ ম্যাচে ৩৮
বর্তমান ক্লাব: বার্সেলোনা (স্পেন)।

সার্জিও অ্যাগুয়েরো
জন্ম: বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা
বয়স: ২৫ বছর
উচ্চতা: ৫ ফুট ৮ ইঞ্চি
পজিশন: ফরোয়ার্ড
জার্সি নম্বর: ১৬
জাতীয় দলের হয়ে গোল: ৫১ ম্যাচে ২১
বর্তমান ক্লাব: ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড)।

গঞ্জালো হিগুয়েন
জন্ম: ব্রেস্ট, ফ্রান্স
বয়স: ২৬ বছর
উচ্চতা : ৬ ফুট ১ ইঞ্চি
পজিশন: ফরোয়ার্ড
জার্সি নম্বর: ৯
জাতীয় দলের হয়ে গোল: ৩৬ ম্যাচে ২০
বর্তমান ক্লাব: নেপোলি (ইতালি)।

অ্যাঞ্জেল ডি মারিয়া
জন্ম: রোজারিও, আর্জেন্টিনা
বয়স: ২৬ বছর
উচ্চতা: ৫ ফুট ১১ ইঞ্চি
পজিশন: উইঙ্গার
জার্সি নম্বর: ৭
জাতীয় দলের হয়ে গোল: ৪৪ ম্যাচে ৯
বর্তমান ক্লাব: রিয়াল মাদ্রিদ (স্পেন)

এবার এফ গ্রুপে আর্জেন্টিনা লড়বে নাইজেরিয়া, বসনিয়া-হার্জেগোভিনা ও ইরানের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা,  জুন ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।