ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ইংল্যান্ড কোচের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৫, জুন ১৫, ২০১৪
ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ইংল্যান্ড কোচের

ঢাকা: ইংল্যান্ডের কোচ রয় হজসন মনে করেন ইতালির কাছে ২-১ গোলে হেরে গেলেও তার দলের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে।

ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মারিও বালোতেল্লির গোলে হেরে যাওয়ার পর বিবিসিকে তিনি এ কথা বলেন।



তিনি মনে করেন পরবর্তী ম্যাচে উরুগুয়ের বিপক্ষে তার শিষ্যরা ঘুরে দাঁড়াবে এবং বিশ্বকাপে তাদের যে লক্ষ্য তা টিকে থাকবে।

হজসন বলেন, আমরা ভালভাবে শুরু করলেও আমাদের শেষটা নিখুঁত ছিলনা। আমরা দ্বিতীয়‍ার্ধে ভাল করতে পারিনি। তবে আমাদের ছেলেরা যেভাবে খেলেছে তাতে আগামীতে তারা আলো ভাল করবে।

আমরা ভালো দল। তবে ইতালি দু একটি সুযোগ কাজে লাগিয়েছে। আমি বলতে পারি আমাতের দলটি তরুণ, তারা সামনে ভালো করবে।

ইতালির সঙ্গে পরাজয় মেনে নেওয়া কষ্টকর মন্তব্য করে তিনি বলেন, তবে আমি মনে করি পরবর্তী উরুগুয়ে ও কোস্টারিকা ম্যাচে আমরা ঘুড়ে দাঁড়াব এবং পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারব।

আজ রাতে কি হয়েছে তা কোনো বিষয় নয়, আমরা উরুগুয়েক হারাতে পারি, যদিও তা কঠিন। তবে আমরা এখনও গ্রুপ থেকে ছিটকে পড়িনি বলেও প্রত্যয় ব্যক্ত করেন ইংল্যান্ড কোচ।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা,  জুন ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।