ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

কলম্বিয়া-গ্রিস একাদশ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, জুন ১৪, ২০১৪
কলম্বিয়া-গ্রিস একাদশ

ঢাকা: ব্রাজিল বিশ্বকাপের ২০তম আসরে তৃত্বীয় দিনে চারটি খেলা অনুষ্ঠিত হবে। এরমধ্যে বাংলাদেশ সময় রাত ১০টায় বেলো হরিজেন্তোর এস্তাদিও মিনিরাও স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের প্রথম খেলায় কলম্বিয়ার মুখোমুখি হবে গ্রিস।



কলম্বিয়া একাদশ
গোলরক্ষক: ডেভিড ওসপিনা (১), মারিও আলবার্তো ইয়েপেস (৩), ক্রিস্টিয়ান জাপাটা (২), পাবলো আরমেরো (৭), কার্লোস স্যানচেজ (৬), আবেল আগুইলার (৮), জেমস রড্রিগুয়েজ (১০), টিওফিলো গুটিয়েরেজ (৯), হুয়ান গুইলার্মো কুয়াড্রাডো (১১), ভিক্টর ইব্রাবো (১৪) হুয়ান জুনিগা (১৮)।

কোচ: পেকারমেন্ট (আর্জেন্টিনা)।

গ্রিস একাদশ
গোলরক্ষক: ওরেসটিস কার্নেজিস (১), কস্তাস মানোলাস (৪), জোয়ানিস ম্যানিয়াটিস (২), গিওর্গস সামারাস (৭), প্যানাগিওটিস কোন (৮), ভ্যাসিলিস টোরোসিডিস (১৫), দিমিত্রিস সালপিঙ্গডিস (১৪), সক্রেটিস পাপাসটাথোপুলোস (১৯), ফানিস গেকাস (১৭), জোসে হোলেবাস (২০), কস্তাস কাতসুরানিস (২১)।

কোচ: ফার্নান্ডো সান্তোস (পর্তুগাল)।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।