ভুটানে চলমান মেয়েদের অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি সম্প্রচার করে আসছিল সহযোগী প্রতিষ্ঠান স্পোর্টওয়ার্কজ। তবে আজ সকালে হ্যাকিংয়ের শিকার হয় তাদের ইউটিউব চ্যানেল।
এক বিবৃতিতে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) জানিয়েছে, হ্যাকারদের কাছ থেকে চ্যানেলটি এখনও উদ্ধার করা যায়নি। তবে খেলা সম্প্রচারের বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে নিজেদের ইউটিউব চ্যানেলেই ম্যাচগুলো সরাসরি দেখানো হবে।
আজ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বিকেল ৩টায় বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। আর সন্ধ্যা ৬টায় স্বাগতিক ভুটানের বিপক্ষে খেলবে ভারত। দুটি ম্যাচই সাফের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।
নারী সাফ অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। এখন পর্যন্ত প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলেছে। ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত। দুই জয় ও এক পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। তিন পয়েন্ট নিয়ে নেপাল আছে তিনে, আর কোনো ম্যাচ জিততে না পারা ভুটান অবস্থান করছে সবার নিচে।
এআর/আরইউ