ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

এমবাপ্পের জোড়া গোলে ১০ জনের রিয়ালের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, সেপ্টেম্বর ১৭, ২০২৫
এমবাপ্পের জোড়া গোলে ১০ জনের রিয়ালের দুর্দান্ত জয় সংগৃহীত ছবি

চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে ১০ জন নিয়েই লড়াই করে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে দুটি পেনাল্টি থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় রিয়াল। মাত্র তিন মিনিটে হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়েন নতুন যোগ দেওয়া ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। তার পরিবর্তে নেমে ১৮ মিনিট বাকি থাকতে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দানি কারভাহালকে, যিনি মার্শেই গোলকিপার জেরোনিমো রুলির সঙ্গে ধাক্কাধাক্কিতে মাথা দিয়ে আঘাত করার অভিযোগে বহিষ্কৃত হন।

তবুও শেষ হাসি হাসে লস ব্লাঙ্কোসরা। ২২ মিনিটে মার্শেইকে এগিয়ে নেন টিমোথি ভেয়া। আরদা গুলেরের পা থেকে বল কাড়েন সাবেক ম্যানইউ ফরোয়ার্ড মেসন গ্রিনউড এবং তার অ্যাসিস্ট থেকেই দুর্দান্ত শটে কোর্তোয়ার জাল ভাঙেন ভেয়া। তবে মাত্র ছয় মিনিট পরই জিওফ্রের ফাউলে পেনাল্টি পেয়ে গোল করেন এমবাপ্পে।

পরে পিয়েরে-এমেরিক অবামেয়াং দুটি সুযোগ নষ্ট করলে রিয়াল বেঁচে যায়। একবার বাইরে মারেন, অন্য শট ঠেকান রিয়াল গোলকিপার কোর্তোয়া।

৭২ মিনিটে কারভাহালের লাল কার্ডে ১০ জনে নামলেও আক্রমণ চালাতে থাকে রিয়াল। ভিনিসিউস জুনিয়রের ওপর ফাকুন্দো মেদিনার ফাউলে আবারও পেনাল্টি পায় দল। স্পটকিক থেকে দ্বিতীয়বারের মতো গোল করেন এমবাপ্পে।

এই জয়ে মৌসুমের প্রথম ইউরোপিয়ান ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট তুলে নিল ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

এদিকে, আর্নল্ডের ইনজুরি রিয়ালের জন্য বড় দুশ্চিন্তা। লিভারপুল ছাড়ার পর রিয়ালে যোগ দিয়ে প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচেই মাঠ ছাড়তে হলো তাকে। ইনজুরি গুরুতর হলে ৪ নভেম্বর অ্যানফিল্ডে সাবেক ক্লাবের বিপক্ষে ফিরতি ম্যাচে খেলার সুযোগ নাও পেতে পারেন তিনি।

আগামী ৩০ সেপ্টেম্বর কাজাখস্তানে কাইরাতের মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। একই দিনে মার্শেই মুখোমুখি হবে আয়াক্সের।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।