ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

ফুটবল

কিরগিস্তান, ভুটান কিংবা কুয়েতে খেলবে বসুন্ধরা কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৮, আগস্ট ২১, ২০২৫
কিরগিস্তান, ভুটান কিংবা কুয়েতে খেলবে বসুন্ধরা কিংস ছবি: এএফসি

এএফসি চ্যালেঞ্জ লিগ ২০২৫-এর গ্রুপ পর্ব আয়োজন করবে কিরগিস্তান, ভুটান ও কুয়েত। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস।

এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে একমাত্র এই ক্লাব, যারা পাঁচবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন।

১২ আগস্ট প্রিলিমিনারি রাউন্ডে সিরিয়ার আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বে জায়গা নিশ্চিত করে বসুন্ধরা কিংস। তবে একই দিন ঢাকায় অনুষ্ঠিত আরেক ম্যাচে কিরগিস্তানের মুরাস ইউনাইটেডের কাছে ২-০ ব্যবধানে হেরে বিদায় নেয় ঢাকা আবাহনী।

পশ্চিমাঞ্চল থেকে গ্রুপ পর্বে আরও জায়গা পেয়েছে কিরগিস্তানের এফসি আবদিসা আতা, কুয়েতের আল আরাবি ও ভুটানের পারো এফসি। পাশাপাশি সরাসরি খেলার সুযোগ পেয়েছে সাত ক্লাব রেগার-তাদাজ তুরসুনজোদা, আল সাঈব, আলতিন আসির, আল শাবাব, আল আনসার, সাফা এসসি ও আল কুয়েত।

গ্রুপ পর্বে বসুন্ধরা কিংসের সামনে চ্যালেঞ্জ কঠিন হলেও সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিক পারফরম্যান্স আশার আলো দেখাচ্ছে। ১২ আগস্টের ঐতিহাসিক জয় দলকে চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ এনে দিয়েছে। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এএফসি চ্যালেঞ্জ লিগে নতুন অভিযাত্রা শুরু করবে কিংস।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।