ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

ফুটবল

ছয় গোলে উড়ে গেল সান্তোস; নেইমার বললেন, ‘আমি লজ্জিত’, বরখাস্ত কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, আগস্ট ১৮, ২০২৫
ছয় গোলে উড়ে গেল সান্তোস; নেইমার বললেন, ‘আমি লজ্জিত’, বরখাস্ত কোচ ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান সেরি আ-তে রোববার রাতে এক লজ্জাজনক পরাজয়ের শিকার হয়েছে নেইমারের ক্লাব সান্তোস। ফিলিপে কুতিনহোর দুর্দান্ত জোড়া গোলে ভাস্কো দা গামা নেইমারের দলকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে।

সান্তোসের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরের পর নেইমারের ক্যারিয়ারে এটিই সবচেয়ে বড় হার। ম্যাচ শেষে আর কান্না সামলাতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। মাঠেই ক্লাব কর্মকর্তার কাঁধে ভর করে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

ম্যাচের শুরুতেই লুকাস পিতনের গোলে এগিয়ে যায় ভাস্কো। দ্বিতীয়ার্ধে একে একে গোল করেন ডেভিড, রায়ান ও চে। শেষ দিকে সাবেক লিভারপুল ও বার্সেলোনা তারকা কুতিনহো দুটি গোল করে বড় জয়ে রূপ দেন উৎসবকে।

এই জয়ে অবনমন অঞ্চল থেকে উঠে এসেছে ভাস্কো দা গামা। বর্তমানে তারা ১৫তম স্থানে, সান্তোসের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে।

লজ্জাজনক এই হারের পর নেইমার বলেন, ‘আমি লজ্জিত। দলের পারফরম্যান্সে ভীষণ হতাশ। সমর্থকদের সমালোচনার পূর্ণ অধিকার আছে, তবে সহিংসতা ছাড়া। এটা ছিল চরম লজ্জার অনুভূতি। জীবনে কখনও এমন অভিজ্ঞতা হয়নি। কান্নাটা এসেছিল রাগ থেকে। ’

পরাজয়ের দায়ভার গড়িয়েছে কোচের কাঁধেও। ম্যাচ শেষের কয়েক ঘণ্টার মধ্যেই বরখাস্ত করা হয়েছে সান্তোসের প্রধান কোচ ক্লেবার জাভিয়েরকে। এক বিবৃতিতে ক্লাব জানিয়েছে, তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা রইল।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।