ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

ফুটবল

ইতালির স্বপ্ন ভেঙে ইউরোর ফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৬, জুলাই ২৩, ২০২৫
ইতালির স্বপ্ন ভেঙে ইউরোর ফাইনালে ইংল্যান্ড ছবি: সংগৃহীত

২০২২ ইউরো ফাইনালের স্মৃতি যেন ফের জেগে উঠল হঠাৎই। সময়টা এবার ২০২৫, মঞ্চ ইউরো সেমিফাইনাল।

আবারও সেই ক্লোয়ি কেলি হয়ে উঠলেন ইংল্যান্ডের রক্ষাকর্তা। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে নিজের নেওয়া পেনাল্টির রিবাউন্ড থেকে গোল করে দলকে তুলে দিলেন টানা তৃতীয়বারের মতো বড় টুর্নামেন্টের ফাইনালে। ইউরো ইতিহাসের অন্যতম নাটকীয় ম্যাচে ইতালিকে ২-১ গোলে হারিয়েছে ‘লায়নেস’রা।

১২০তম মিনিটে ইংল্যান্ডের আক্রমণভাগে আ্যগি বিবার-জোনসকে ফাউল করে বসেন ইতালির ডিফেন্ডার। রেফারির বাঁশিতে পেনাল্টির সিদ্ধান্ত। তবে শট ঠেকিয়ে দেন ইতালির গোলরক্ষক লরা জুলিয়ানি। কিন্তু ক্লোয়ি কেলি ছিলেন প্রস্তুত। ফিরতি বলে গোল করে ইংল্যান্ড শিবিরে বয়ে আনেন উল্লাসের জোয়ার।

তার আগে অবশ্য ইংলিশদের ম্যাচে ফেরান আরেক তরুণী, মাত্র ১৭ বছর বয়সী বদলি স্ট্রাইকার মিশেল আগিয়েমাং। ম্যাচের ৯৬তম মিনিটে তার গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে সুইডেনের বিপক্ষেও গোল করেছিলেন তিনিই।

তবে ম্যাচের শুরুটা ছিল ইতালির দখলে। ২৮ বছর পর ইউরোর সেমিফাইনালে উঠে অনেকটা চমকে দিয়েছিল তারা। ৩৩ মিনিটে বারবারা বোনানসিয়ার নিখুঁত ফিনিশিংয়ে এগিয়েও যায় দলটি। ইংল্যান্ডের ডিফেন্ডার লুসি ব্রোঞ্জের ভুল পাস থেকে সুযোগটি তৈরি করেছিলেন সোফিয়া ক্যান্টোরে।

প্রথমার্ধে ইংল্যান্ড বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও, ইতালির গোলরক্ষক জুলিয়ানি বারবার সামনে দাঁড়ান দেয়াল হয়ে। বিরতির পর চোট পেয়ে মাঠ ছাড়েন ইংলিশ মিডফিল্ডার লরেন জেমস। এরপরও আক্রমণের ধার হারায়নি তারা।

৮৬ মিনিটে হান্নাহ হ্যাম্পটনের অসাধারণ ডাবল সেভ ম্যাচে রাখে ইংল্যান্ডকে। পরে ১১৭ মিনিটে আগিয়েমাংয়ের শট লেগে ফিরে আসে পোস্ট থেকে। ঠিক এরপরই আসে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্। পেনাল্টি পেয়ে ইতিহাসগড়া গোল করেন কেলি।

এই জয়ে ইংল্যান্ড নিশ্চিত করল তাদের টানা তৃতীয় ফাইনাল। ২৭ জুলাইয়ের ফাইনালে তাদের প্রতিপক্ষ জার্মানি না স্পেন; নির্ধারিত হবে দ্বিতীয় সেমিফাইনালে। তবে ক্লোয়ি কেলি ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের পাতায়, আবারও।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।