দলবদলের মৌসুমে এখনো আনুষ্ঠানিক নিবন্ধন শুরু হয়নি। তবে এরই মধ্যে পর্দার আড়ালে সরগরম হয়ে উঠেছে দেশের ফুটবল অঙ্গন।
আজ (মঙ্গলবার) সন্ধ্যা থেকে শুরু হচ্ছে এএফসি কাপের বাছাই পর্ব সামনে রেখে আবাহনীর আনুষ্ঠানিক অনুশীলন। পুরনো তারকাদের ঘিরেই দল রেখে নতুন শক্তি হিসেবে যুক্ত হচ্ছেন মোরসালিন ও আল আমিন। জানা গেছে, শেখ মোরসালিন আজই ক্লাবে যোগ দিচ্ছেন। আল আমিন রিপোর্ট করবেন আগামীকাল।
বসুন্ধরা কিংসের সাবেক মিডফিল্ডার শেখ মোরসালিন সর্বশেষ ছিলেন মোহামেডানে ধারে। সেখান থেকে ফিরে আবার কিংসের জার্সিতে মাঠে নামলেও নিয়মিত খেলার সুযোগ পাননি। জাতীয় দলে সুযোগ পেলেও পারফরম্যান্সে ধারাবাহিকতা ছিল না। এবার নিজেকে নতুন করে প্রমাণ করতে চান এই তরুণ, আর তাই বেছে নিয়েছেন আবাহনীকে।
মোরসালিন বললেন, “আবাহনীতে খেলার সুযোগ পেয়ে খুবই রোমাঞ্চিত। আমি নিয়মিত মাঠে খেলতে চাই। গেম টাইমই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে নিজের সেরাটা দিতে প্রস্তুত। ”
অন্যদিকে, দিনাজপুরের তরুণ ফরোয়ার্ড আল আমিন গত মৌসুমে বাংলাদেশ পুলিশ এফসির হয়ে নজর কাড়া পারফরম্যান্স করে প্রশংসা কুড়ান। জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরারও নজরে পড়েন তিনি। এবার নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই তরুণ।
আল আমিন বললেন, “আবাহনীর মতো বড় ক্লাবে খেলার সুযোগ পাওয়া দারুণ সম্মানের। আমি দলের জন্য সর্বোচ্চটা দিতে চাই। নিজেকে প্রমাণ করতে মুখিয়ে আছি। ”
আসন্ন এএফসি কাপ বাছাইয়ের জন্য এবার কঠোর অনুশীলনে নামছে মারুফুল হকের দল। আগামী ১২ আগস্ট ঢাকায় মুখোমুখি হবে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড। তার আগেই শারীরিক ফিটনেস ও কৌশলগত প্রস্তুতিতে জোর দিচ্ছে আবাহনী।
এদিকে, ক্লাব সূত্রে জানা গেছে, মালির অভিজ্ঞ স্ট্রাইকার সুলেমানে দিয়াবাতেকে দলে ভেড়ানোর বিষয়েও আলোচনা চলছে। আফ্রিকান লিগে খেলা এই ফরোয়ার্ড যদি চুক্তিবদ্ধ হন, তাহলে আক্রমণভাগে ভরসা বাড়বে বলে মনে করছে ক্লাব ম্যানেজমেন্ট।
এমএইচএম