ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিনে

জর্জ হ্যারিসনের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
জর্জ হ্যারিসনের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার। ১২ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৮৩৬- কোল্ট রিভলবারের প্যাটেন্ট লাভ করেন স্যামুয়েল কোল্ট।
•    ১৯১৬- প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা ফ্রান্সের ফর দুয়ামোঁ নামক দুর্গ দখল করে নেয়।
•    ১৯৩২- অ্যাডলফ হিটলার জার্মান নাগরিকত্ব লাভ করেন।
•    ১৯৪৫- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে লড়াই ঘোষণা করে তুরস্ক।
•    ১৯৫৪- জামাল আবদেল নাসের মিশরের প্রধানমন্ত্রী হন।
•    ২০০৯- ঢাকার পিলখানায় বিডিআর সদরদপ্ততরে বিদ্রোহ সংঘটিত হয়। বিডিআর জওয়ানদের বিদ্রোহে সেদিন ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান।

জন্ম
•    ১৬৪৩- উসমানীয় সুলতান দ্বিতীয় আহমেদ।
•    ১৯২৪- ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন জীববিজ্ঞানী হিউ হাক্সলি।
•    ১৬৪৪- ব্রিটিশ আবিষ্কারক টমাস নিউকমেন।  
•    ১৯৪৩- বিংশ শতাব্দীর জনপ্রিয় গায়ক এবং গিটারবাদক জর্জ হ্যারিসন।

বিখ্যাত ব্যান্ড সংগীত দল দ্য বিটল্‌স এর চার সদস্যের একজন হিসেবেই তিনি অধিক বিখ্যাত। মূলত লিড গিটারিস্ট হলেও বিটলসের প্রতিটি অ্যালবামেই জর্জ হ্যারিসনের লেখা ও সুর দেওয়া দু’একটি একক গান থাকতো। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় বাঙালি সংগীতজ্ঞ পণ্ডিত রবি শংকরের অনুরোধে নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট ‘কনসার্ট ফর বাংলাদেশ’ শীর্ষক একটি চ্যারিটি অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। এ কনসার্ট থেকে পাওয়া আড়াই লাখ ডলার বাংলাদেশের উদ্বাস্তুদের জন্য দেওয়া হয়। ২০০১ সালে ২৯ নভেম্বর হ্যরিসন ৫৮ বছর বয়সে মেটাস্টাটিক নন-স্মল সেল লাং ক্যান্সারে মারা যান।

•    ১৯৫৫- হলিউড অভিনেত্রী লিয়ান হানলেই।
•    ১৯৭৪- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী দিব্যা ভারতী।
•    ১৯৮১- দক্ষিণ কোরিয়ার ফুটবল খেলোয়াড় পার্ক জি-সুং।
•    ১৯৮১- বলিউড অভিনেতা শহীদ কাপুর।
•    ১৯৮৬- হ্যারি পটার চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত অভিনেতা অলিভার ফেলপস।
•    ১৯৮৭- হলিউড অভিনেত্রী নাটালি ড্রাইফাস।

মৃত্যু
•    ১৪৯৫- উসমানীয় রাজনীতিবিদ সুলতান জেম।
•    ১৮৮৯- জার্মা‌ন-ব্রিটিশ সাংবাদিক পল রয়টার।
•    ১৯৬৬- মার্কিন ব্যবসায়ী জেমস ডি. নরিস।
•    ১৯৭৫- মার্কিন ধর্মীয় নেতা এলাইজা মুহাম্মদ।
•    ২০১২- মার্কিন অভিনেত্রী মার্থা‌ স্টুয়ার্ট‌।
•    ২০১৫- মার্কিন জীববিজ্ঞানী ইউজেন ক্লার্ক।

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।