ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

ফিচার

এই দিনে বন্ধ হয়ে গিয়েছিল ক্যালিফোর্নিয়া থিয়েটার

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৩, আগস্ট ১১, ২০২৫
এই দিনে বন্ধ হয়ে গিয়েছিল ক্যালিফোর্নিয়া থিয়েটার

আজ সোমবার, ১১ আগস্ট ২০২৫। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, এই দিনে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম নিয়েছেন বহু গুণীজন, আর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশেষ অনেক ব্যক্তিত্ব।

আসুন, একনজরে দেখে নেওয়া যাক—

উল্লেখযোগ্য ঘটনা
৬৮৩ – মুসলমানরা সমরখন্দ বিজয় লাভ করে।

১৭৮০ – বার্বাডোজে হারিকেন শুরু হয়।

১৮১০ – আজোর দ্বীপপুঞ্জে ভয়াবহ ভূমিকম্পে সাও মিগুয়েল গ্রাম তলিয়ে যায়।

১৮৮৮ – বন্ধ হয়ে যায় ক্যালিফোর্নিয়া থিয়েটার।

১৯০৮ – দেশপ্রেমিক ও বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর হয়।

১৯১৪ – জন রে অ্যানিমেশন পেটেন্ট করেন।

১৯২২ – বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ধূমকেতু পত্রিকা প্রকাশিত হয়।

১৯২৯ – ইরাক ও পারস্য শান্তিচুক্তি করে।

১৯২৯ – রাশিয়া ও চীনের সীমান্তে যুদ্ধ শুরু হয়।

১৯৫২ – মানসিক অসুস্থতার জন্য জর্দানের বাদশাহ তালাল সিংহাসনচ্যুত হন।

১৯৮৬ – এশিয়ার জনসংখ্যা ৩০০ কোটি পূর্ণ হয়।

২০০৪ – পাকিস্তানের ওপর মার্কিন কংগ্রেসের নিষেধাজ্ঞা প্রস্তাবের আহ্বান জানানো হয়।

২০০৮ – গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ৪০০ মিটার ফ্রিস্টাইল প্রতিযোগিতা শেষ হয়; একই দিনে ২০০ মিটার ফ্রিস্টাইল প্রতিযোগিতা শুরু হয়।

জন্ম
১৭৩৭ – ইংরেজ ভাস্কর জোসেফ নোলেকেনস।

১৮৫৮ – নোবেলজয়ী ওলন্দাজ চিকিৎসক ক্রিস্টিয়ান আইকমান।

১৮৭০ – ইংরেজ ক্রিকেটার টম রিচার্ডসন।

১৯০৮ – পুলিনবিহারী সেন, খ্যাতনামা বাঙালি রবীন্দ্রবিশারদ।

১৯১১ – সাংবাদিক প্রেম ভাটিয়া।

১৯৩৭ – ব্যারিস্টার, শিক্ষক ও মানবাধিকারকর্মী সালমা সোবহান।

১৯৩৮ – ভারতীয় পদার্থবিজ্ঞানী চঞ্চল কুমার মজুমদার।

১৯৬৫ – মার্কিন অভিনেত্রী ও প্রযোজক ভায়োলা ডেভিস।

১৯৭০ – ইতালীয় ফুটবলার জিয়ানলুকা পেসোত্তো।

১৯৮৩ – অস্ট্রেলীয় অভিনেতা ক্রিস হেমসওর্থ।

মৃত্যু
১৯৩৫ – কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বেসরকারি উপাচার্য স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী।

১৯৫৫ – বাঙালি সাহিত্যিক অমলেন্দু দাশগুপ্ত।

১৯৭০ – ভারতীয় নৃবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী ইরাবতী কার্বে।

১৯৯৫ – মার্কিন গণিতবিদ ও যুক্তিবিদ আলোন্‌জো চার্চ।

২০০৪ – বাংলাদেশি লেখক ও ভাষাবিদ হুমায়ুন আজাদ।

২০১৮ – নোবেলজয়ী সাহিত্যিক ভি. এস. নাইপল।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।