ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

ফিচার

শাপলা ফুলে মুখে হাসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, আগস্ট ৯, ২০১৭
শাপলা ফুলে মুখে হাসি কানে শাপলা গুঁজে সেই ফুলের মতোই নির্মল হাসছে দানিয়াপাড়ার এই শিশু। ছবি: বাদল

বর্ষার ঢলে গ্রামাঞ্চলের ডোবা-নালা-খাল-বিল কানায় কানায় ভরে যায়। এই সময়ে বেড়ে ওঠে বিভিন্ন রঙ-প্রজাতির শাপলা ফুল। শাপলার হাসিতে হেসে ওঠে যেন জলাশয়গুলোও।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দানিয়াপাড়া গ্রামের বিভিন্ন খাল-বিলও এখন হাসছে সেই হাসিতে। আর এই শাপলা ফুলই হাসি ফোটাচ্ছে অনেক পরিবারে।

শাপলা ফুল হয়ে উঠেছে অনেকের জীবিকা নির্বাহের উপায়।

বাংলানিউজের ক্যামেরায় বন্দি হয়েছে এমনই কিছু মুহূর্ত, যেখানে শাপলা ফুল তুলে বাজারে নিয়ে যাচ্ছেন মৌসুমী বিক্রেতারা। .জীবিকার তাগিদে ডিঙি নৌকা নিয়ে বিভিন্ন জলাশয় থেকে শাপলা ফুল আহরণ করে ফিরছেন কয়েকজন। .শাপলা তোলার পর নৌকা থেকে পাড়ে তুলছেন দু’জন। .একজন শাপলা আঁটি বেঁধে পাড়ে জমা করছেন। .আরেকজন করছেন পানিতে পরিষ্কার। এরপর এই আঁটিগুলো স্থানীয় হাট-বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হবে। .শাপলা ফুলের মতোই হাসি দানিয়াপাড়া গ্রামের শিশুটির। প্রতিদিন সকালে ৩০-৪০টি শাপলা ফুল তুলে ডিঙি নৌকায় করে পাড়ে নিয়ে আসে সে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।