সময়ের ধারায় আজকের দিনটি শুধু একটি তারিখ নয়, বরং ইতিহাসের নানা বাঁকের সাক্ষী। এই দিনে ঘটেছে বিশ্ব-রাজনীতি, বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতির বহু গুরুত্বপূর্ণ ঘটনা; জন্মেছেন অনন্য ব্যক্তিত্ব, যাঁদের অবদান মানবসভ্যতাকে করেছে সমৃদ্ধ।
ঘটনাবলী
১৩৯৯ – ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড পার্লামেন্টের সিদ্ধান্তে সিংহাসনচ্যুত হন।
১৪৪৮ – ক্রিশ্চিয়ান প্রথম ডেনমার্কের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৫২১ – অটোমান সাম্রাজ্যের সুলতান সোলাইমান দ্য ম্যাগনিফিসেন্টের সেনাবাহিনী বেলগ্রেড দখল করে।
১৭৬০ – রাশিয়া ও অস্ট্রিয়ার সেনাবাহিনী যৌথভাবে বার্লিন দখল করে।
১৮২৯ – লন্ডনে প্রথমবারের মতো পুলিশ বাহিনী দায়িত্ব পালন শুরু করে।
১৮৯২ – বিশ্বের প্রথম নৈশকালীন ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
১৯০৬ – মার্কিন সেনাবাহিনী কিউবা পুনর্দখল করে।
১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের মুখে বুলগেরিয়া মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
১৯২২ – বেনিতো মুসোলিনি ইতালিতে ফ্যাসিবাদী সরকার গঠন করেন।
১৯২৯ – বিবিসি প্রথম পরীক্ষামূলক টেলিভিশন সম্প্রচার শুরু করে।
১৯৩৫ – ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়।
১৯৩৯ – জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ড বিভক্তি নিয়ে এক চুক্তিতে উপনীত হয়।
১৯৩৯ – ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।
১৯৯২ – চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়।
জন্ম
১৫৪৭ – মিগেল দে সের্ভান্তেস, স্পেনীয় ঔপন্যাসিক (Don Quixote-এর রচয়িতা)।
১৭২৫ – রবার্ট ক্লাইভ, ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার মূল ব্যক্তিত্ব।
১৮৪১ – দুর্গাচরণ রক্ষিত, ভারতীয় বাঙালি উদ্যোক্তা, যিনি ফরাসি সম্মান ‘লেজিয়ঁ দ’নর’ লাভ করেন।
১৯০১ – এনরিকো ফের্মি, ইতালীয় পদার্থবিদ, নোবেলজয়ী।
১৯০৯ – কোয়ামে নক্রুমা, ঘানার প্রথম প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি।
১৯৩১ – আনিতা একবার্গ, সুইডিশ চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৩২ – মেহমুদ, ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।
১৯৩৬ – সিলভিও বেরলুসকোনি, ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও ব্যবসায়ী।
১৯৪৩ – লেহ ওয়ালেসা, পোল্যান্ডের শ্রমিক নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
১৯৯১ – মমিনুল হক, বাংলাদেশি ক্রিকেটার।
মৃত্যু
১৯০২ – এমিল জোলা, ফরাসি ঔপন্যাসিক।
১৯৪২ – মাতঙ্গিনী হাজরা, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, যিনি আন্দোলনের সময় শহীদ হন।
১৯৭৩ – ডব্লিউ. এইচ. অডেন, অ্যাংলো-আমেরিকান কবি।
এনডি