ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

১২ বছর পর বড় পর্দায় ফিরছেন শর্মিলা ঠাকুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মে ১১, ২০২২
১২ বছর পর বড় পর্দায় ফিরছেন শর্মিলা ঠাকুর শর্মিলা ঠাকুর

দীর্ঘ বিরতি ভেঙে আবারো পর্দায় হাজির হতে যাচ্ছেন বলিউডের নন্দিত অভিনেত্রী শর্মিলা ঠাকুর।  

১২ বছর পর তাকে পর্দায় ফেরাচ্ছেন পরিচালক রাহুল চিট্টেলা।

এই নির্মাতার ‘গুলমোহর’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।  

এক বাত্রা পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে দেখা যাবে, ৩৪ বছরের পুরোনো বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে গোটা বাত্রা পরিবার। এরপরই একান্নবর্তী পরিবারের পুরনো সেই কথা নিজের ভাবনার মাধ্যমে পর্দায় ফুটিয়ে তুলবেন নির্মাতা।

ভারতীয় সংবাদমাধ্যমে পর্দায় ফেরা প্রসঙ্গে শর্মিলা ঠাকুর বলেন, সিনেমাটির চিত্রনাট্য শুনেই অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলাম। একটি পরিবারের গল্প। এত সুন্দর করে গল্প বলা হয়েছে যে আমি আর দ্বিতীয় বার ভাবিনি।  

শর্মিলা ঠাকুরের সঙ্গে সিনেমাটিতে আরও অভিনয় করছেন অমল পালেকর, মনোজ বাজপেয়ী এবং ‘লাইফ অব পাই’খ্যাত সূরজ শর্মা ও সিমরন ঋষি বাগ্গা।  

সর্বশেষ ২০১০ সালে ‘ব্রেক কি বাদ’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন শর্মিলা ঠাকুর।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মে ১১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।