ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

বিনোদন

দাদাগিরির মঞ্চে ‘কাঁচা বাদাম’র গায়ক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
দাদাগিরির মঞ্চে ‘কাঁচা বাদাম’র গায়ক সৌরভ ও ভুবন

২০২১ সালের শেষের দিকে সামাজিকমাধ্যমে তুমুল জনপ্রিয় হয় ‘কাঁচা বাদাম’। এই গানটির গায়ক বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর।

 

তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুরের কুড়ালজুরি গ্রামে। মূলত সেখানকার গ্রামে, বাজারে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে গানটি গেয়ে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি। কিন্তু হুট করে ভাইরাল হওয়া ভুবনের গান তার জীবন বদলে দিয়েছে। রীতিমত তারকে বনে গেছেন তিনি। বড় রাজনৈতিক সমাবেশ থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে এখন প্রায়ই ডাক পড়ে তার।

এবার এই বাদাম বিক্রেতা হাজির হতে যাচ্ছেন ভারতীয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো ‘দাদাগিরি’র মঞ্চে। প্রথমবারের মতো ভুবন বাদ্যকর অতিথি হচ্ছেন সৌরভ গাঙ্গুলীর।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, রোববার (৩০ জানুয়ারি) দাদাগিরির ক্রিয়েটিভ টিমের সদস্যরা এসে পৌঁছায় বীরভূমের দুবরাজপুরে। সেখানেই ভুবন বাদ্যকরকে তারা গোটা বিষয়টি জানায়, বলে ‘দাদাগিরির মঞ্চে দাদার সামনে হাজির হতে হবে’ তাকে। এমন সুর্বণ সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভুবন। সম্মতি দিয়েছেন তিনি।  

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দাদাগিরি দেখাতে যাব। দারুণ আনন্দ হচ্ছে আমার ভাগ্য এতো ভালো। অনেকে টিকিট কেটেও ওনাকে (সৌরভ গাঙ্গুলী) দেখতে পান না, আমি পারবো, খুব ভালো লাগছে’।  

সোমবার (৩১ জানুয়ারি) এই বিশেষ পর্বটির শুটিং হওয়ার কথা রয়েছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই পর্বটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।