ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘বিস্ময়কর নারী’, স্ত্রীর জন্মদিনে বললেন মহেশ বাবু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, জানুয়ারি ২২, ২০২১
‘বিস্ময়কর নারী’, স্ত্রীর জন্মদিনে বললেন মহেশ বাবু স্ত্রী নম্রতা শিরোদকরের সঙ্গে মহেশ বাবু

স্ত্রী নম্রতা শিরোদকরের জন্মদিন উদযাপন করতে সপরিবারে দুবাই উড়ে গেছেন তেলুগু তারকা মহেশ বাবু। স্ত্রীকে ‘বিস্ময়কর নারী’ উপাধি দিয়ে মহেশের শেয়ার করা ছবি ভালোবাসা ছড়াচ্ছে ইনস্টাগ্রামে।

 

‘সারিলেরু নীকেব্বারু’ অভিনেতা মহেশের স্ত্রী নম্রতার ৪৯তম জন্মদিন আজ (২২ জানুয়ারি)। দিনটি বিশেষভাবে উদযাপন করতে দুবাই গেছেন অভিনেতা। সেখানে নম্রতার বোন শিল্পা শিরোদকর থাকেন। ছুটি উদযাপনে তাদের সঙ্গে আছে দুই সন্তান সিতারা ঘাট্টামনেনি ও গৌতম ঘাট্টামনেনি।  

স্ত্রীর জন্মদিনে ইনস্টাগ্রামে ভালোবাসা ছড়িয়েছেন মহেশ। দু’জনের মিষ্টি একটি মুহূর্তের ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘যাকে আমি ভালোবাসি সে আজ জন্ম নিয়েছিল। তোমার সঙ্গে প্রতিটি দিনই বিশেষ কিছু, কিন্তু আজকের দিনটা আরও বেশি। আমার এই ‘বিস্ময়কার নারী’র সঙ্গে উদযাপন করছি। ‘বস লেডি’ শুভ জন্মদিন। ’ 

ছবিতে প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করেন নম্রতা। প্রতিটি বছর এভাবে বিশেষভাবে উদযাপন করায় স্বামীকে ধন্যবাদ জানান তিনি।  

ইনস্টাগ্রামে নম্রতাও বেশকিছু ছবি শেয়ার করেছেন। মেয়ে সিতারাও শেয়ার করেন তার বাবা-মায়ের সঙ্গে দারুণ কিছু মুহূর্ত।  

মহেশ বাবুকে সবশেষ দেখা গেছে ‘সারিলেরু নীকেব্বারু’ সিনেমায়। তার আগামী সিনেমা পরশুরাম পরিচালিত ‘সরকারু ভারি পাতা’।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।