ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

উটের দুধ বিক্রি করবেন মিষ্টি জান্নাত!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, মে ২, ২০২৫
উটের দুধ বিক্রি করবেন মিষ্টি জান্নাত!

অভিনয়ের বাইরে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন মিষ্টি জান্নাতের। এবার নতুন ব্যবসা শুরু করার  ইচ্ছে প্রকাশ করলেন ঢাকাই সিনেমার এই নায়িকা।

তিনি জানান, শিগগিরই বাংলাদেশে উটের দুধ বিক্রি করতে চান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত বলেন, আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা আমি বাংলাদেশে করতে যাচ্ছি। শিগগিরই লঞ্চ করবো। দুবাই থেকে এই দুধ আমদানি করা হবে। ঈদের আগেও শুরু হতে পারে আবার পরেও হতে পারে।

এ বিষয়ে মিষ্টি আরও বলেন, আমি যেখানেই যাই সবাই জিজ্ঞেস করে- উটের দুধের চা কেমন। এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি আমাকে আর হতে হবে না, কারণ তারা নিজেরাই এর স্বাদ কেমন জানতে পারবে।

মিষ্টি জান্নাতকে মাঝেমধ্যেই আরব আমকিরাতের দুবাই শহরে দেখা যায়। সামাজিকমাধ্যমে তিনি নিজেও জানান দেন। এ বিষয়ে তিনি গণমাধ্যমে বলেছিলেন, সেখানে তিনি একটি ক্লিনিক খুলবেন। দাঁতের চিকিৎসার ক্লিনিক। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। শিগগিরই তার নতুন কাজ আসছে।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।