ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

সোমবার ছোট পর্দায় শুভ-জেনিফারের ‘মুসাফির’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪২, জানুয়ারি ৩, ২০২১
সোমবার ছোট পর্দায় শুভ-জেনিফারের ‘মুসাফির’ 'মুসাফির'র দৃশ্যে আরিফিন শুভ ও মারজান জেনিফার

চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা মারজান জেনিফার অভিনীত ‘মুসাফির’ সিনেমাটি আবারও প্রচার হতে যাচ্ছে ছোট পর্দায়।

আশিকুর রহমান পরিচালিত অ্যাকশন-থ্রিলারটি সপ্তাহের বিশেষ সিনেমা হিসেবে সোমবার (৪ জানুয়ারি) চ্যানেল আইতে বিকেল ৩টা ০৫ মিনিটে প্রদর্শিত হবে।

 

এ সিনেমায় শুভ-জেনিফার ছাড়া আরও অভিনয় করেছেন- মিশা সওদাগর, টাইগার রবি, শিমুল খান, প্রসূন আজাদ, সিন্ডি রোলিং, জাদু আজাদ, হারুন রশিদ ও রেবেকা।

একটা ভ্রমণের গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। জার্নির মধ্যে ঘটতে থাকে যত ঘটনা। একজন পেশাদার খুনির চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। নায়িকাকে খুন করতে গিয়ে উল্টো তার প্রেমে পড়ে যান তিনি। এভাবেই অ্যাকশন-থ্রিলারধর্মী ‘মুসাফির’-এর গল্প এগিয়ে যায়।

পারসেপচুয়াল পিকচার্সের ব্যানারে জোবায়ের আলমের প্রযোজনায় নির্মিত ‘মুসাফির’র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক আশিক নিজেই।  

সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৬ সালের এপ্রিলে। এরপর বেশ কয়েকবার এটি টেলিভিশনের পর্দায়ও প্রচার হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।