দ্রিজেন্দ্রলাল রায় বা ডি এল রায়ের ‘একবার গাল ভরা মা ডাকে’ গানে নতুন করে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সঞ্চিতা রাখি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জি সিরিজ থেকে প্রকাশিত হয়েছে এটি।
সঞ্চিতা রাখি জানান, শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বাংলা সাহিত্য ও সংস্কৃতির পঞ্চকবির একজন হিসেবে ডি এল রায়ের জনপ্রিয় এই গানটি বেছে নেওয়া হয়েছে। কারণ হিন্দু ধর্মাবলম্বীরা দেবী দূর্গাকে মা বলে সম্বোধন করে থাকেন। গানটিতে সেই মায়ের বন্দনা করা হয়েছে। পূজার গান হিসেবে এটি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ইউটিউবেও গানটি পাওয়া যাবে।
সঞ্চিতা রাখি মূলত রবীন্দ্রসংগীত শিল্পী। তবে পঞ্চকবির গানের প্রতিও রয়েছে তার অনুরাগ। এ কারণে ডি এল রায়ের গানকে বেছে নেন পূজাকে সামনে রেখে সংগীত অনুরাগীদের জন্য তার নিবেদন হিসেবে।
জি সিরিজ থেকে গানটি প্রকাশের পাশাপাশি পূজাকে সামনে রেখে তিনি এটিএন বাংলা, বাংলাভিশন, চ্যানেল টোয়েন্টিফোর, যমুনা টেলিভিশনসহ একাধিক টিভি চ্যানেলে পূজার গান করেছেন তিনি। এ ছাড়া রাজধানীতে পূজা উদযাপন কমিটির সংগীতায়োজনেও তিনি সরাসরি গান পরিবেশন করবেন।
পারিবারিক আবহে শৈশব থেকে সংগীতে পথচলা সঞ্চিতা রাখির। নওগাঁয় জন্ম নেওয়া এই শিল্পীর বাবা রনজিৎ পাল ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। বাবার আগ্রহ ও অনুপ্রেরণায় গানে হাতেখড়ি তার।
গানের প্রতি ভালোবাসা ও আকর্ষণ থেকে স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাস্ত্রীয় সংগীত বিভাগে। সেখান থেকে উচ্চাঙ্গ সংগীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। এরপর তিনি ভারত সরকারের বৃত্তি নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসংগীতের ওপর প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্ৰী অর্জন করেন। সেখান থেকে দেশে ফিরে সংগীতের সঙ্গেই শুরু হয় তার পেশাগত জীবন। ছায়ানট সংগীত বিদ্যায়তনে যুক্ত হন গানের শিক্ষক হিসেবে। বর্তমানে তিনি ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সানিডেল স্কুলে শিক্ষকতার পাশাপাশি নিয়মিত সংগীত চর্চায় যুক্ত রয়েছেন।
রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে এরইমধ্যে সঞ্চিতা রাখি সরকারি-বেসরকারি রেডিও-টেলিভিশন ও মঞ্চে নিয়মিত বিভিন্ন সংগীত আয়োজনের সঙ্গে যুক্ত। এ ছাড়া বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে শ্রোতাদের কাছে নিয়মিত থাকতে নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে নিয়মিতভাবে রবীন্দ্রসংগীতসহ পঞ্চকবির গান নতুনরুপে চিত্রায়িত করে প্রকাশ করেন।
শিল্পী জানান, শ্রোতাদের কাছে নিয়মিত থাকতেই অনলাইন ও ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন তিনি। এ পর্যন্ত তার ইউটিউব চ্যানেল প্রায় অর্ধ শতাধিক গান প্রকাশ করা হয়েছে। এসব গানের চিত্রায়ন করা হয়েছে দেশে-বিদেশে। ইউটিউবে গান প্রকাশের পাশাপাশি বিভিন্ন দিবসকে সামনে রেখে তিনি বিভিন্ন টেলিভিশনের আয়োজনেও গান পরিবেশন করে চলেছেন।
সঞ্চিতা রাখি আরও বলেন, সংগীতে তিনি প্রাতিষ্ঠানিক যে শিক্ষা পেয়েছেন গানের মাধ্যমে তার রেশ ছড়িয়ে দিতে চান শ্রোতাদের মাঝে। রবীন্দ্রসংগীতকে কেন্দ্র করেই তিনি তার ভবিষ্যত সংগীত জীবনকে আরও সমৃদ্ধ করতে চান।
এনএটি