ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

অনেকদিন পর ববিতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৭, ফেব্রুয়ারি ৩, ২০১৭
অনেকদিন পর ববিতা ববিতা (ছবি: সংগৃহীত)

বড় বোন সুচন্দা অসুস্থ ছিলেন। হাসপাতালে কাটাতে হয়েছে ক’দিন। তাকে সময় দিয়েছেন। এর পাশাপাশি পারিবারিক নানা ব্যস্ততা তো আছেই, সঙ্গে ধর্মকর্ম— আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতার দিনলিপি এখন এমনই।

ববিতার সঙ্গে চলচ্চিত্রের মানুষজন, ভক্ত বা দর্শকের যোগাযোগ তেমন নেই বললেই চলে। এ নিয়ে তার মনে খারাপ লাগা তৈরি হলেও মেনে নিয়েছেন সবই।

এবার একটা উপলক্ষ তৈরি হলো। অনেকদিন পর জনসমক্ষে আসছেন ববিতা।

নায়িকা থাকার সময় থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন ববিতা। বিশ্ব শিশু অধিকারবিষয়ক সংস্থা ডিস্ট্রেসড চিলড্রেন এন্ড ইনফেন্টস ইন্টারন্যাশানালের (ডিসিআই) শুভেচ্ছাদূত তিনি। সংগঠনটির পক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তহবিল সংগ্রহে আয়োজন করা হয়েছে কনসার্টের। এর মধ্যমনি ববিতা।  

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে উপস্থিত থাকবেন ববিতা। এখানে শোনা যাবে তার বক্তব্য।  

বাংলানিউজের সঙ্গে আলাপে এদিন দুপুরে ববিতা বলেন, ‘শিল্পী কিংবা মানুষ হিসেবে কিছু দায়িত্ব পালন করার তাগিদ অনুভব করি। এটা তারই অংশ। এক জীবনে অনেক কিছু পেয়েছি। এ কারণে কৃতজ্ঞ থাকতে চাই। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করতে পেরে নিজেকে গর্বিত মনে করি। যার যার জায়গা থেকে একটু হাত বাড়িয়ে দিলে সমাজের চিত্রটা বদলে যেতে পারে। ’

ববিতা জানান, দীর্ঘদিন পর এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে তার ভালো লাগছে। জীবনের ব্যস্ততম দিনগুলোর কথা মনে পড়ছে তার।  

এদিকে এই আয়োজনে আরও থাকছে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, আইয়ুব বাচ্চুসহ কয়েকটি ব্যান্ডের পরিবেশনা।  

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।