ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

বিয়ে ভাগ্য কপালে লেখা, তখনই হবে: দেব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, অক্টোবর ৭, ২০২৫
বিয়ে ভাগ্য কপালে লেখা, তখনই হবে: দেব অভিনেতা দেব

ওপার বাংলার জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণীকে ঘিরে আলোচনার অন্তত নেই। গত এক দশক ধরে তাদের সম্পর্কের মিষ্টি–দুষ্টু মুহূর্ত বহুবার শিরোনামে এসেছে।

সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা প্রজাপতি-২ নিয়ে ব্যস্ত দেব। সিনেমার পোস্টার ও টিজার ইতোমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে।  

এবারের গল্পে দেবকে সিঙ্গেল ফাদার হিসেবে দেখা যাবে। বাস্তব জীবনে বাবা হওয়ার ইচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আগে তো বিয়ে করতে হবে।  

দেব আরও বলেন, আমি পরিবারিক ইচ্ছে ও ভাগ্যের ওপর বিশ্বাসী। আমি মনে করি, এসব ভাগ্য। যখন আমার কপালে লেখা আছে, তখনই হবে।  

অভিজিৎ সেন পরিচালিত প্রজাপতি ২ সিনেমায় আবারও এক ফ্রেমে দেখা যাবে দেব ও মিঠুনের জুটি। এতে অভিনয় করেছেন ইধিকা পাল ও জ্যোর্তিময়ী কুণ্ডু প্রমুখ।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।