ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

সুকুমার রায়ের ‘অবাক জলপান’ নিয়ে নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
 সুকুমার রায়ের ‘অবাক জলপান’ নিয়ে নাটক ‘অবাক জলপান’ নাটকের দৃশ্যে প্রাণ রায়

প্রায় শত বছর আগে সুকুমার রায় রচনা করেন ‘অবাক জলপান’। এটি অবলম্বনে তৈরি হয়েছে একটি টিভি নাটক। বাংলাদেশের একজন পর্যটক কলকাতার অভিজাত আবাসিক এলাকায় গিয়ে যেভাবে পানি সঙ্কটে পড়েন তা নিয়েই মূলত এর গল্প।

এ নাটকে মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের পরিচিত মুখ জয়ন্ত চট্টোপাধ্যায়, প্রাণ রায় ও তৌফিকুল ইসলাম ইমন। এ ছাড়াও আছেন গাজী ফারুক, জামশেদ শামীম, হুসেইন সুলভ, রাতুল মুহাম্মদ।

ঢাকার গুলশান, নিকুঞ্জ-১ ও বনানী এলাকায় ‘অবাক জলপান’-এর দৃশ্যধারণ হয়েছে গত বছরের ২৪ ও ২৫ ডিসেম্বর। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন শিমুল চৌধুরী ও মেহরাব পিয়াস। তারা জানান, সময়োপযোগী পরিবর্তন আনা হয়েছে নাটকটিতে। তবে এ কারণে মূল ভাবনা বদলায়নি।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।