ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

নতুন প্রেমে পরীমণি? 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, আগস্ট ২৯, ২০২৫
নতুন প্রেমে পরীমণি? 

মাঝে তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে আলোচিত চিত্রনায়িকা পরীমণির প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা গেছে। পরীমণির মামলায় জামিনদার হতেও দেখা গেছে তাকে।

কয়েক মাস পর আরও শোনা যায়, পরীমণির সঙ্গে সাদীর সেই প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। তবে গেল ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে পরীমণির ছেলে পুণ্যর জন্মদিনের আয়োজনে গায়ক সাদীকে দেখে অনেকে অবাক হয়েছেন। তাহলে কি তাদের প্রেমের সম্পর্ক আবার জোড়া লেগেছে! এ নিয়ে দুজনের কেউই মুখ খুলেননি।  

এবার প্রেমের গুঞ্জন উসকে দিলেন পরীমণি। সানগ্লাস পরিহিত একটি স্থিরচিত্র ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখার পর এই গুঞ্জন ঢালপালা মেলেছে। পরীমণি লেখেন, ‘এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার। ’

পরীমণির এমন পোস্টের পর সবাই জানতে চেয়েছেন, ‘কে সে?’ কেউ লেখেন, ‘পরবর্তী প্রেমিক তাহলে কে?’ কেউবা লেখেন এমন, ‘ভালোবাসাই শক্তি। ’ আবার কেউ লেখেন, সাদী আউট, নিউ ইন। ’ তবে এ নিয়ে কোনও উত্তর দেননি পরীমণি।  

বলে রাখা যায়, তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় শরীফুল রাজের পরিচয় হয় পরীমণির। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলেসন্তান হয়। পরে তাদের সম্পর্কে ফাটল ধরে। প্রায় দেড় বছর আগে তাদের বিচ্ছেদ হয়।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।