আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ (এজেএফবি)-এর ১৮ বছর পূর্তিতে সম্প্রতি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি)-র অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো এজেএফবি অ্যাওয়ার্ড-২০২৫। চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত-সহ বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বরেণ্য শিল্পীদের মাঝে এ পুরষ্কার তুলে দেওয়া হয়।
এ বছর নাজনীন হাসান খান ‘এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৫’ এ শ্রেষ্ঠ পরিচালকে ভূষিত হলেন।
এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এজেএফবি আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি এটিএন বাংলার তাশিক আহমেদ চিত্রনায়ক আলীরাজ উপস্থিত ছিলেন। এ সময় চলচিত্র নায়ক আলীরাজ নাট্যাঙ্গনে বিশেষ অবদানস্বরূপ শ্রেষ্ঠ নাট্য নির্মাতা হিসেবে পুরস্কার তুলে দেন।
পরিচালক নাজনীন হাসান খান বলেন, নির্মাণ শৈলীতে একটা সমাজের গোটা চিত্র উপস্থাপনের মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করা কিংবা হাসি-কান্নার সংমিশ্রণে গল্প বলা এইটা খুবই ভালো লাগে আমার কাছে। এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ শ্রেষ্ঠ ডিরেক্টরের পুরষ্কার প্রাপ্তি আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে। আর এই প্রাপ্তিকে আমি উৎসর্গ করলাম আমার শ্রদ্ধাভাজন প্রিয় হুমায়ুন আহমদ স্যারকে।
অনুষ্ঠানে সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আজীবন সম্মাননা লাভ করেন- চিত্রনায়ক আলীরাজ।
এনএটি