ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

যশ-নুসরাতের সম্পর্ক ফাটলের গুঞ্জন শুরু যেভাবে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, মে ২১, ২০২৫
যশ-নুসরাতের সম্পর্ক ফাটলের গুঞ্জন শুরু যেভাবে যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান

ভারতের পশ্চিমবঙ্গের সিনেমপাড়ায় আবারও বিচ্ছেদের গুঞ্জন। শোনা যাচ্ছে যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানের নাকি সম্পর্কে দূরত্ব বেড়েছে।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে তাদের প্রযোজনা সংস্থার নতুন সিনেমা ‘আড়ি’। সেখানে প্রবীণ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের সঙ্গে তাদের খোশমেজাজেই দেখা গিয়েছিল। কিন্তু হঠাৎ কী হল তাদের?

জানা যাচ্ছে, যশ-নুসরতের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাদের ভক্তরা নাকি আবিষ্কার করেছেন, তারা একে-অপরকে আনফলো করে দিয়েছেন। আর সেখান থেকেই সম্পর্ক ফাটলের গুঞ্জনের সূত্রপাত! 

শুধু সামাজিকমাধ্যমে নয়, টলিউডেও নাকি এই খবর চাউর হতে না হতেই শোরগোল পড়ে যায়। আর সেখানেই তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, যশ ও নুসরতের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তাদের পোস্ট আরও বেশি করে গুঞ্জন উসকে দিচ্ছে।

যেখানে অভিনেতা লেখেন, ‘দিনের শেষে তুমিই তোমার একমাত্র ভরসা’। শুধু তাই নয় যশ তার বড় ছেলের সঙ্গেও একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। অন্যদিকে নুসরাত পোস্ট করেছেন ছেলে ঈশানের সঙ্গে ছবি। দুজনের দুজনকে আনফলো করা ও আলাদা আলাদাভাবে পরিকল্পনা করার গুঞ্জনের মাঝে সামাজিকমাধ্যমে এই ছবি তাদের বিচ্ছেদের গুঞ্জনকে আরও উসকে দিচ্ছে। যদিও এ প্রসঙ্গে এখনও মুখ খোলেননি দুজনের কেউই।

এর আগে স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের নানা বিতর্ক আষ্টেপৃষ্ঠে ধরেছিল নুসরাত জাহানকে। যশের সঙ্গে সম্পর্কের আগে থেকেই নানা সমালোচনার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। তারপর সব ভুলে ছেলে ঈশানকে নিয়ে তাদের সুখের ঘরের ছবিই বারবার সবাই দেখেছেন।

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।