গেলো অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা)’র চতুর্থ আসর। শুক্রবার (১৬ মে) এই আয়োজন বসেছিল রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে।
২০২৪-এর ঈদুল ফিতর থেকে ২০২৫-এর ঈদুল ফিতর পর্যন্ত দেশের সিনেমা, নাটক, ওটিটি কনটেন্ট, গান, নাচ ও কনটেন্ট ক্রিয়েশনের ওপর বাইফা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
নিজস্ব ওয়েব সাইটে যথাযথ দর্শক ভোট ও বিজ্ঞ জুরি বোর্ডের রায়ে পপুলার ও জুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয় দেশ সেরা শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের।
দেশের জনপ্রিয় তারকারাদের উপস্থিতিতে বাইফার রেড কার্পেট ও মঞ্চ আলোকিত হয়। গত বছর তৃতীয় সিজন থেকে বাইফা আজীবন সম্মাননা প্রদাণ শুরু করে।
উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লাকে প্রথমবার সেই সম্মাননা প্রদাণ করা হয়। তারই ধারাবাহিকতায় এবার আজীবন সম্মাননা পেয়েছেন দেশের নৃত্য জগতের শ্রেষ্ঠ দুই তারকা শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। তাদেরকে স্পেশ্যাল ড্যান্স ট্রিবিউট করেন আইকনিক মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তিনি নাচতে নাচতে মঞ্চ থেকে নেমে নীপাকে স্টেজে নিয়ে যান। আর শিবলী মোহাম্মদ দেশের বাইরে থাকায় সশরিরে অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। তবে পুরস্কারপ্রাপ্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করে ভিডিও বার্তা পাঠিয়েছেন।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নীপা বলেন, ‘আজীবন সম্মাননা তারাই পান যারা পুরোটা জীবন তার কর্মে একনিষ্ঠ থাকেন ও দেশের জন্য কিছু করেছেন। আমাকে সেই সম্মাননা প্রদাণ করায় নিজের কর্মজীবনের সার্থকতা অনুভব করছি। আমি গভীরভাবে সম্মান বোধ করছি। ’
পপুলার ও জুরি মিলিয়ে এ বছর মোট ৪৫ টি ক্যাটাগরীতে পুরস্কৃত করা হয়েছে। এক নজরে দেখে নিন পুরস্কার পেয়েছেন কারা-
পপুলার কাটাগরি
সেরা চলচ্চিত্র-তুফান
সেরা পরিচালক (চলচ্চিত্র)-রায়হান রাফী (তুফান) ও শিহাব শাহীন (দাগি)
সেরা অভিনেতা (চলচ্চিত্র)-আফরান নিশো (দাগি)
সেরা অভিনেত্রী (চলচ্চিত্র)-মেহজাবীন চৌধুরী (প্রিয় মালতী)
ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেতা (চলচ্চিত্র)-চঞ্চল চৌধুরী (তুফান) ও শহীদুজ্জামান সেলিম (দাগি)
ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেত্রী (চলচ্চিত্র)-প্রার্থণা ফারদিন দীঘি (৩৬ ২৪ ৩৬)
সেরা ওটিটি কনটেন্ট-কাছের মানুষ দূরে থুইয়া
সেরা পরিচালক (ওটিটি)-ভিকি জাহেদ (নীলসুখ)
সেরা অভিনেতা (ওটিটি)-প্রীতম হাসান (কাছের মানুষ দূরে থুইয়া)
সেরা অভিনেত্রী (ওটিটি)-তানজিন তিশা (ঘুমপরী)
ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেতা (ওটিটি)-শাহরিয়ার নাজিম জয় (জিম্মি)
ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেত্রী (ওটিটি)-পূজা চেরী (ব্ল্যাক মানি)
সেরা নাটক-বাস ট্রিপ
সেরা পরিচালক (নাটক)-মহিদুল মহিম (বাস ট্রিপ)
সেরা অভিনেতা (নাটক)-ফারহান আহমেদ জোভান (বাস ট্রিপ)
সেরা অভিনেত্রী (নাটক)-তানজিকা আমিন (হাবুর স্কলারশীপ) ও সাফা কবির (সুপার ওয়াইফ)
ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেতা (নাটক)-তারিক আনাম খান (একান্নবর্তী)
ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেত্রী (নাটক)-কেয়া পায়েল (বাস ট্রিপ)
সেরা গায়ক (ফিল্ম সং)-ইমরান (কন্যা, ফিল্ম: জ্বীন ৩)
সেরা গায়িকা (ফিল্ম সং)-দিলশাদ নাহার কনা (দুষ্টু কোকিল, ফিল্ম: তুফান)
সেরা গায়ক (নন ফিল্ম সং)-তাহসান খান (রঙে রঙে)
সেরা গায়িকা (নন ফিল্ম সং)-বাঁধন সরকার পূজা (এক জনমে হাজার মরণ)
সেরা নতুন অভিনেতা-ফররুখ আহমেদ রেহান (আরারাত)
সেরা নতুন অভিনেত্রী-মালাইকা চৌধুরী (সন্ধিক্ষণ)
জুরি পুরস্কার
সেরা চলচ্চিত্র-নকশি কাথার জমিন
সেরা চলচ্চিত্র পরিচালক-গীয়াসউদ্দিন সেলিম (কাজলরেখা)
সেরা চলচ্চিত্র অভিনেতা-সিয়াম আহমেদ (জংলি)
সেরা চলচ্চিত্র অভিনেত্রী-রাফিয়াত রশিদ মিথিলা (জলে জ¦লে তারা)
ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেতা (চলচ্চিত্র)-আজাদ আবুল কালাম (জলে জ¦লে তারা)
ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেত্রী (চলচ্চিত্র)-মাসুমা রহমান নাবিলা (তুফান)
সেরা ওটিটি কনটেন্ট- রঙিলা কিতাব
সেরা পরিচালক (ওটিটি)-অনম বিশ্বাস (রঙিলা কিতাব)
সেরা অভিনেতা (ওটিটি)-চঞ্চল চৌধুরী (লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী)
সেরা অভিনেত্রী (ওটিটি)-পরীমণি (রঙিলা কিতাব)
ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেতা (ওটিটি) - মামনুন হাসান ইমন (মায়া)
ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেত্রী (ওটিটি)- রুনা খান (অসময়)
সেরা নাটক - শেষ কিছুদিন
সেরা পরিচালক (নাটক)-প্রবীর রয় চৌধুরী
সেরা অভিনেত্রী (নাটক)-সাবিলা নূর (মাকড়সা)
ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেতা (নাটক)-শ্যামল মাওলা (মাকড়সা)
ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেত্রী (নাটক)-সাদিয়া আয়মান (তখন যখন)
সেরা গায়ক-মাহতিম শাকিব (গান: বেঁচে যাওয়া ভালোবাসা, ফিল্ম: দেয়ালের দেশ)
সেরা গায়িকা-সিঁথি সাহা (গান: প্রেমেরই জখম, ফিল্ম: ঘুমপরী)
সেরা সিনেম্যাটোগ্রাফার-সাহিল রনি (ফিল্ম: দেয়ালের দেশ)
স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড
স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড (অভিনেত্রী)-নীলাঞ্জনা নীলা (ফিল্ম: শ্যামাকাব্য)
স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড (গায়ক)-পুলক অধিকারী (গান: ডুবেছি প্রেমে)
স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড (গায়িকা)-হুমায়েরা ঈষিকা (কাজলরেখা সিনেমার গান)
বাইফা চয়েস বেস্ট ডেব্যু-মন্দিরা চক্রবর্তী (ফিল্ম: কাজলরেখা)
প্রসঙ্গত, ৪র্থ বাইফা অ্যাওর্য়াডে বিভিন্ন চমকপ্রদ পারফরমেন্স নিয়ে হাজির হন শাহরিয়ার নাজিম জয়, রুনা খান, দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল, সিঁথি সাহা, তানজিন তিশা, পূজা চেরী, প্রার্থণা ফারদিন দিঘী ও বারিষা হক।
এবারের আসরের বিচারকের দায়িত্বে ছিলেন নায়িকা রোজিনা, ফেরদৌস আরা, আজিজুল হাকিম, জিনাত হাকিম, মুনমুন আহমেদ, দীপংকর দীপন, দীপা খন্দকার ও মাসিদ রণ।
এনএটি