ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

বিনোদন

যাহের আলভী-নিলয় আলমগীরের লড়াই!

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৪, এপ্রিল ২২, ২০২৪
যাহের আলভী-নিলয় আলমগীরের লড়াই!

ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ যাহের আলভী ও নিলয় আলমগীর। এই দুই অভিনেতা নিজের শক্ত অবস্থান করেছেন দর্শক হৃদয়ে।

কাজের বাইরেও তাদের সম্পর্ক বেশ ভালো। তবে এবার কি না এই দুই অভিনেতা মুখোমুখি অবস্থান নিয়েছিলেন! লড়েছেন একে অপরের বিরুদ্ধে।  

ঘটনা একটু খুলেই বলা যাক। অভিনয়ের বাইরে আলভী এবং নিলয়ের রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। যাহের আলভীর  প্রযোজনা প্রতিষ্ঠানের নাম সিগ্যাল ইন্টারটেইনমেন্ট এবং নিলয় আলমগীরের নাফ ইন্টারটেইনমেন্ট। এই দুই প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি ব্যাটে বলে হয় লড়াই। উত্তরার একটি মাঠে অনুষ্ঠিত হয় প্রীতি ক্রিকেট ম্যাচ। তবে নিলয়ের টিম জয় ছিনিয়ে নেয় আলভীর টিমের সঙ্গে।  

এ প্রসঙ্গে অভিনেতা যাহের আলভী বলেন, আমাদের এই প্রীতিম্যাচ অনেক জমেছে। অনেক সুন্দর ভাবে আমরা খেলেছি।  ভাগ্য সহায় ছিল না। যার ফলে জিতে যায় নাফ টিম। আর খেলায় তো হারজিত থাকবেই। তবে এতে করে আমাদের মধ্যে আরও ভালো সম্পর্ক গড়ে উঠবে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।