ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

চাটখিল থানার ওসি প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৬, মার্চ ২৮, ২০১৯
চাটখিল থানার ওসি প্রত্যাহার

নোয়াখালী: নোয়াখালী চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সামছুদ্দিনকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইনে বদলি করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়।

চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম বাচ্চু বাংলানিউজকে বলেন, কয়েকদিন আগে ওসি সামছুদ্দিন তাকে ফোনে নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি দেন।

পরে তিনি নির্বাচন কমিশনে তার (ওসি) বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তারই পরিপ্রেক্ষিতে ওই ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে বাচ্চু দাবি করেন।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দিদারুল আলম ওসির প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন বিষয়টি তিনি অবগত আছেন।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ বাংলানিউজকে বলেন, নির্বাচন কমিশনের আদেশে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।