নিবন্ধন দৌড়ে এগিয়ে থাকা বাংলাদেশ জাতীয় লীগসহ তিনটি দলের কার্যক্রম ফের খতিয়ে দেখছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, নিবন্ধনের জন্য ২২টি রাজনৈতিক দলের আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র প্রাথমিকভাবে সঠিক বিবেচিত হওয়ায় মাঠপর্যায়ে তদন্তের সিদ্ধান্ত নেয় কমিশন। এ সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে তথ্য যাচাই করা হয়।
তদন্ত শেষে মাঠপর্যায়ের কর্মকর্তারা বিস্তারিত প্রতিবেদন দাখিল করেন, যা কমিশন পর্যালোচনা করে। পর্যালোচনা শেষে বাংলাদেশ জাতীয় লীগ, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ–শাহজাহান সিরাজ) এই তিন দলের কেন্দ্রীয় কমিটি, সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়ের অস্তিত্ব, ধারাবাহিক কার্যক্রম এবং পূর্বসূরিদের সঙ্গে সাংগঠনিক সংযোগ বিষয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়।
তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে নির্বাচন ব্যবস্থাপনা–১ শাখার যুগ্ম সচিব মো. আব্দুল হালিম খানকে।
সম্প্রতি বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। তবে জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠায় পুনরায় তদন্তের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। আর বাকি দুটি দলের বিষয়ে আগের সিদ্ধান্ত বহাল রয়েছে।
ইইউডি/এমজে