ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

নির্বাচন ও ইসি

দল নিবন্ধন: ১২১ দলের আবেদন বাতিলের চিঠি দিচ্ছে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৯, আগস্ট ২০, ২০২৫
দল নিবন্ধন: ১২১ দলের আবেদন বাতিলের চিঠি দিচ্ছে ইসি ফাইল ফটো

নিবন্ধন চেয়ে আবেদন করা দলগুলোর মধ্যে প্রাথমিক বাছাইয়ে বাতিল ১২১টি দলকে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।  

বুধবার (২০ আগস্ট) ইসি উপসচিব মাহবুব আলম শাহ এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন চেয়ে আবেদন করেছিল। এর মধ্যে ১২১টি দল প্রাথমিক বাছাইয়ে না টেকায় তাদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে। এবার ১৪৩টি দল আবেদন করলেও কোনো দলই প্রথমে শর্তপূরণ না করায় সবাকেই সময় দিয়ে ঘাটতি পূরণ করতে বলেছিল ইসি। জাতীয় নাগরিক পার্টিসহ ৮৪টি দল সাড়া দিলেও অন্যরা সাড়া দেয়নি। ৮৪টি দল ৬২টি দল ঘাটতি পূরণ করতে তথ্য জমা দিলেও তা শর্তপূরণ করতে পারেনি। বর্তমানে জাতীয় নাগরিক পার্টিসহ ২২টি দলের মাঠপর্যায়ে তদন্ত চলছে।  

ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।