ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ছাত্রীকে ইবি শিক্ষিকার হুমকি: অডিও ফাঁস, নিন্দার ঝড়

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
ছাত্রীকে ইবি শিক্ষিকার হুমকি: অডিও ফাঁস, নিন্দার ঝড়

ইবি: শিবির আখ্যা দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে হুমকির ঘটনায় এবার অভিযুক্ত সেই শিক্ষিকার অডিও ফাঁস হয়েছে।  

সোমবার (২৯ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজে ২৯ সেকেন্ডের অডিও ভাইরাল হয়।

অডিওতে ভুক্তভোগী ছাত্রীকে বিভিন্নভাবে হুমকি দিতে শোনা গেছে। অভিওতে অভিযুক্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও খালেদা জিয়া হলের হাউজ টিউটর মাহবুবা সিদ্দিকা ছাত্রীকে বলেন, ‘এই তোমার বাবা কি করে? মেয়রকে চিনো? টিটু ভাইকে (ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু) চিনো? একদম বইলা উঠায়ে তোমারে পুইত্তা (পুঁতে) দিমুনে। ’

অডিওতে আরও বলেন, ‘আমার বাড়ি কোথায় জানো? আমার শ্বশুরবাড়ি কোথায় জানো? আমার সম্পর্কে জানো? আমি রোকেয়া হল ছাত্রলীগের সহ সম্পাদক আমার নাম মাহবুবা সিদ্দিকা, চেনো তুমি আমারে? আমি কত পাওয়ার চালাইছিলাম তুমি চিনো? এলাকায়ও টিকতে পারবা না। ’

এদিকে অডিও ভাইরাল হওয়ার পরপরই নিন্দার ঝড় উঠে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে। একজন শিক্ষিকা হয়ে ছাত্রীকে এভাবে হুমকি দেওয়াতে বিরূপ মন্তব্য করছেন শিক্ষার্থীরা।  

বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রিজওয়ান আল হাসিব বাংলানিউজকে বলেন, 'সর্বোচ্চ বিদ্যাপীঠের একজনকে শিক্ষকের ভাষা প্রকাশ যদি এমন হয় তাহলে আমরা শিখবো কার কাছ থেকে। একজন শিক্ষকের মুখের ভাষা কখনোই এমন হতে পারে না। উনি যখন ক্লাসে লেকচার দিতে যাবেন তখন তো ‘ভুতের মুখে রাম রাম’ অবস্থা হবে। প্রশাসনের কাছে আমরা বিষয়টি অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। '

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, 'উনি যদি প্রকৃতপক্ষে এসব কথা বলে থাকেন তাহলে আমি বলবো উনার শিক্ষকসুলভ আচরণ হয়নি। এটা অত্যন্ত নিন্দনীয়। ছাত্রজীবনে উনি কি ছিলেন এসব পরিচয় দেওয়াও উচিত না।  

শিক্ষার্থীরা অপরাধ করলে শাস্তি দিতে পারেন। কিন্তু ছাত্রজীবনের পরিচয় দিয়ে একজন শিক্ষার্থীকে এভাবে হুমকি দেওয়ার অধিকার উনার নাই। শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে সহনশীল আচরণ করা উচিত।  আমি অবশ্যই এ ঘটনার প্রতিবাদ করছি। পাশাপাশি প্রশাসনের কাছে এর তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড, জাহাঙ্গীর হোসেন বলেন, 'আমরা ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলে বিস্তারিত শুনেছি। পাশাপাশি শিক্ষিকা মাহবুবা সিদ্দিকাকেও আমি ব্যক্তিগতভাবে আপতত হলে যেতে মানা করেছি। ভিসি স্যার ক্যাম্পাসের বাইরে আছেন। স্যার ক্যাম্পাসে আসলে আমরা এটা নিয়ে বসবো। '

জানা যায়, গত ২৩ আগস্ট খালেদা জিয়া হলের আবাসিকতা প্রাপ্তির জন্য আবেদনকারী ছাত্রীদের সাক্ষাৎকার নেওয়ার সময় ছাত্রীকে শিবির আখ্যা ও হুমকি দেওয়ার ঘটনার পর ভুক্তভোগী ওই ছাত্রী তার আত্মীয় শাখা ছাত্রলীগের এক সাবেক নেতাকে বিষয়টি জানান।

সাবেক সেই ছাত্রলীগ নেতা বর্তমান এক ছাত্রলীগ কর্মীর মাধ্যমে শিক্ষিকা মাহবুবা সিদ্দিকার সঙ্গে যোগাযোগ করে ওই ছাত্রীকে হেনস্তা না করার জন্য অনুরোধ করেন। এ ঘটনার জেরে ২৪ আগস্ট হল প্রভোস্টের কার্যালয়ে ওই ভুক্তভোগী ছাত্রীকে ডাকেন শিক্ষিকা মাহবুবা সিদ্দিকা।  

ওই ছাত্রী প্রভোস্টের কার্যালয়ে গেলে হাউজ টিউটর মাহবুবা সিদ্দিকা তার ওপর ক্ষুব্ধ হয়ে তাকে পুঁতে ফেলাসহ বিভিন্নভাবে হুমকি দেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টর বরাবর নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ দেন।

** ছাত্রীকে শিবির আখ্যা দিয়ে ইবি শিক্ষিকার হুমকি!

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।