খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা আগামী ৯ অক্টোবর পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটির দাবি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগে তা ক্লাস বর্জনের ঘোষণা দেন।
যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৯ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে, তবে ক্লাস বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত নয় দিন বন্ধ ছিল। বন্ধ শেষে ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা। তবে শিক্ষার্থীদের দাবি ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো খুবিতেও ছুটির সময়সীমা বাড়ানো হোক। এখনো যেহেতু পূজা শেষ হয়নি লক্ষ্মীপূজা রয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ‘TWO ONE’ নামক ফেইসবুক পেইজ থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়।
চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী তাপস দাস বলেন, যেহেতু দুর্গাপূজার সাথেই অনেক লক্ষ্মীপূজার সম্পর্ক রয়েছে, সেহেতু প্রশাসন আর দু একদিন বাড়াতে পারত। কিন্তু তাদের সাথে যোগাযোগ করেও আমরা সাড়া পাইনি। এছাড়া আমাদের অনেক শিক্ষার্থীরা অনেক দূরে থাকে তারা কিভাবে যথাসময়ে আসবে?
খুবির ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড.মো নাজমুস সাদাত বলেন, আমাকে তারা ফোন দিয়েছিলো, আমি কথা বলেছি। আমি তাদের দাবি শুনে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী ৯ তারিখ পর্যন্ত সকল পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। এমনকি কোনো সিটি, অ্যাসাইনমেন্টও হবে না। কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমি এখন দিতে পারব না। তবে ৯ তারিখ পর্যন্ত পরীক্ষা বন্ধ থাকবে, এ বিষয়ে আমি নিশ্চয়তা দিচ্ছি।
এমআরএম