ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

জগন্নাথ হলে বিপুল ভোট পেলেন আবিদ, তলানিতে ছাত্রশিবির

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪৪, সেপ্টেম্বর ১০, ২০২৫
জগন্নাথ হলে বিপুল ভোট পেলেন আবিদ, তলানিতে ছাত্রশিবির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে অন্যান্য হলে এগিয়ে থাকলেও জগন্নাথ হলে উল্লেখযোগ্য ভোট পাননি ছাত্রশিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম।

তিনি এই কেন্দ্রে মাত্র ১০ ভোট পেয়েছেন।

অন্যদিকে ১২৭৬ ভোটার ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলামকে ভোট দিয়েছেন।

এই পদে অন্যন্যদের মধ্যে উমামা ফাতেমা ২৭৮ এবং আব্দুল কাদের ২১টি ভোট পেয়েছেন।

জিএস পদে মেঘমল্লার বসু ১১৭০ ভোট পেয়েছেন। এছাড়াও তানভীর বারী হামিম ৩৯৮ ভোট পেয়েছেন। এস এম ফরহাদ পাঁচ ভোট পেয়েছেন।

এজিএস পদে তানভীর আল হাদী মায়েদ ১১০৭ ভোট পেয়েছেন। এছাড়া ছাত্রশিবিরের মহিউদ্দিন খান ০৭ ভোট পেয়েছেন।  

ছয় বছর পর অনুষ্ঠিত হলো মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। আজ ঢাবির আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এফএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।