ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

শিক্ষা

সাম্য হত্যা

ঢাবিতে বৃহস্পতিবার শোক, অর্ধবেলা ক্লাস-পরীক্ষা স্থগিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, মে ১৪, ২০২৫
ঢাবিতে বৃহস্পতিবার শোক, অর্ধবেলা ক্লাস-পরীক্ষা স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম সাম্য।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি বৃহস্পতিবার (১৫ মে) অর্ধদিবস ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।

সাম্য হত্যার ঘটনায় ঢাবিতে একদিনের শোক ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ঘটনায় এক জরুরি বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, চিফ ইঞ্জিনিয়ার, এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অংশ নেন।

বৈঠক শেষে উপাচার্য বলেন, সাম্য হত্যাকাণ্ড আমাদের জন্য গভীর শোকের। তাই আগামীকাল (বৃহস্পতিবার) দিনব্যাপী শোক পালন করা হবে। একইসঙ্গে অর্ধদিবস ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ