ঢাকা, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

মোবাইল ফোন ব্যাংকিং প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন নভেম্বর থেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, অক্টোবর ১৪, ২০২৫
মোবাইল ফোন ব্যাংকিং  প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন নভেম্বর থেকে বাংলাদেশ ব্যাংক

দেশে মোবাইল ফোন ব্যাংকিং (এমএফএস) ব্যবস্থার বড় ধরনের অগ্রগতি হলেও এতদিন মোবাইল ফোন ব্যাংকিংয়ের এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে লেনদেন করা যেত না। ফলে এমএফএস-এ লেনদেন করতে রকেট, নগদ, বিকাশ বা অন্য কোনো একটির মধ্যে সীমাবদ্ধ থাকতে হতো।

এই বিড়ম্বনা দূর করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংক এ-সম্পর্কিত একটি সার্কুলার জারি করেছে। এ সার্কুলারের ফলে এমএফএস-এর প্রতিষ্ঠান বিকাশ থেকে নগদ বা রকেট, নগদ থেকে রকেট, বিকাশ, এমক্যাশ বা অন্য কোনো মোবাইল ফোন ব্যাংকিংয়ে টাকা পাঠানো বা গ্রহণ করা যাবে। আগামী ১ নভেম্বর থেকে এ ধরনের আন্তঃলেনদেন চালু হবে।

এ ধরনের আন্তঃলেনদেনের ক্ষেত্রে প্রেরক ব্যাংক, পেমেন্ট সিস্টেম প্রোভাইডার এবং এমএফএস প্রোভাইডার তার গ্রাহকের কাছ থেকে ফি বা চার্জ বাবদ ভ্যাটসহ সর্বোচ্চ যথাক্রমে ০.১৫ শতাংশ, ০.২০ শতাংশ ও ০.৮৫ শতাংশ আদায় করতে পারবে। অর্থ পাঠানোর সময়ই গ্রাহকের কাছ থেকে ফি বা চার্জ বাবদ এই টাকা পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে প্রাপকের কাছ থেকে ফি বা চার্জ আদায় করা যাবে না।

আন্তঃলেনদেনে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা এমএফএস প্রোভাইডার হিসেবে প্রকারভেদে নির্ধারিত লেনদেন সীমা প্রয়োজ্য হবে।

এর আগে সরকার এ ধরনের আন্তঃলেনদেন চালু করলেও বেশি দূর এগুতে পারেনি। চালুর অব্যবহিত পরেই তা স্থগিত হয়ে যায়।

নতুন এই আন্তঃলেনদেন শুরু হওয়ার ফলে এক মোবাইল ফোন ব্যাংকিং থেকে আরেক মোবাইল ফোন ব্যাংকিংয়ে অর্থ পাঠানো ও গ্রহণ সহজ হবে।

জেডএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।