ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

জুলাইয়ে রাজস্ব আদায় বেড়েছে ২৪ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, আগস্ট ২০, ২০২৫
জুলাইয়ে রাজস্ব আদায় বেড়েছে ২৪ শতাংশ

চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রাজস্ব আদায় ২৪.৩৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। জুলাইয়ে রাজস্ব আদায় হয়েছে ২৭ হাজার ২৪৯ কোটি টাকা।

আগের বছরের একই সময়ে আদায় হয়েছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা।

বুধবার (২০ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা যায়, জুলাই মাসে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে স্থানীয় পর্যায়ের মূসক বা ভ্যাট বিভাগ থেকে। এ খাতে আদায় হয়েছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৭৪৯ কোটি ৪৮ লাখ টাকা। গত অর্থবছরের ওই সময়ে আদায়ের পরিমাণ ছিল ৮ হাজার ৫৭১ কোটি টাকা।

অন্যদিকে আয়কর ও ভ্রমণ কর খাতে জুলাই মাসে রাজস্ব আদায় হয়েছে ৬ হাজার ২৯৫ কোটি টাকা, যা জুলাই-২০২৪ মাসের আদায় করা ৫ হাজার ১৭৫ কোটি টাকার চেয়ে ১ হাজার ১২০ কোটি টাকা বেশি। প্রবৃদ্ধির হার ২১.৬৫ শতাংশ। যদিও চলতি অর্থবছরের জুলাই মাসের লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে ২ হাজার ৯১৬ কোটি ৭৫ লাখ টাকা।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ৯ হাজার ৬০২ কোটি টাকা। গত অর্থবছরের জুলাই মাসে এই খাতে আদায় ছিল ৮ হাজার ১৭০ কোটি টাকা, প্রবৃদ্ধি ১৭.৫২ শতাংশ হলেও এই খাতে ঘাটতি প্রায় ৫৪৮ কোটি টাকা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয় ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা জিডিপির ৯ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।

জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।