ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে নজর কাড়ছে ২৭ মণ ওজনের বাহুবলী-৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, মে ২৭, ২০২৫
সিলেটে নজর কাড়ছে ২৭ মণ ওজনের বাহুবলী-৪

সিলেট: মহাকাব্যিক অ্যাকশনধর্মী চলচ্চিত্রের আলোচিত চরিত্র ‘বাহুবলী’। সিনেমা চরিত্রের প্রধান নায়কের নামে সিলেটে রাখা হলো গরুর নাম ‘বাহুবলী’।

ইতোমধ্যে গরুটি নজর কাড়ছে মানুষের।  
ওজনে প্রায় ২৭ মণের গরুটির নাম রাখা হয়েছে ‘বাহুবলী-৪। এর আগে বাহুবলী-১,২,৩ বিক্রি হয়ে গেছে। এখন বাহুবলী-৪ গরুটির দাম চাওয়া হচ্ছে ৭ লাখ টাকা।

অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান প্রজাতির বাহুবলী-৪ নামের গরুটি তোলা হবে সিলেটের সব চেয়ে বড় পশুরহাট নগরের কাজিরবাজারে। উচ্চতায় ৫ ফুট ও দৈর্ঘ্যে ৯ ফুটের গরুটি দেখতে প্রতিদিন ভিড় করেন লোকজন।  
গরুটির মালিক মাসুক আহমেদ বলেন, গত কয়েকদিনে একে একে তিনটি গরু বাহুবলী-১,২,৩ বিক্রি করেছেন তিনি।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের শালেশ্বর গ্রামের খামারি মাসুক আহমেদের বাড়িতে গিয়ে দেখা যায়, শখের পালিত গরুটিকে নিজ হাতে যত্ন করছেন।

এর আগে গত ঈদুল আজহায় নানা প্রজাতির গরু বিক্রি করেছেন তিনি। বর্তমানে বাহুবলী-৪ গরুটি লালন পালন করার জন্য সঙ্গে দুইজন মানুষও রেখেছেন। গরুটি দেখে অনেকেই দাম হাকান। তবে সাত লাখ টাকা দাম পেলে এবারের ঈদে পছন্দের এই গরুটি বিক্রি করতে ইচ্ছুক তিনি।  

তিনি বলেন, বাহুবলীর বয়স তিন বছর। কোনো ধরনের মেডিসিন কিংবা বাইরের খাবার ছাড়াই ঘাস-ভুট্টাসহ ঘরোয়া পরিবেশে খাবার খাইয়ে বড় করা হয়েছে।

মাসুক আহমেদ বলেন, আমার এই গরুটি অনেক শখের। মূলত ব্যবসার পাশাপাশি শখের বসে গরু লালন-পালন নেশা হয়ে গেছে।  

এর আগে একাধিক বার বড় প্রজাতির গরু বিক্রি করেছেন তিনি। যেগুলো বাহুবলী নাম ছিল, তাই এটির নাম রেখেছি বাহুবলী-৪। গরুটিকে প্রতিদিন পাঁচ থেকে ছয়শ টাকার খাবার খাওয়ানো হয়। তবে ন্যায্যদাম পেলে বাড়িতেই বিক্রি করে দেবেন, নয়তো কাজিরবাজার পশুর হাটে উঠাবেন।

এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।