ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পর্দা নামলো ঢাকা মোটর শোর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, মে ৩, ২০২৫
পর্দা নামলো ঢাকা মোটর শোর

ঢাকা: জাঁকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো দেশের বৃহত্তম অটোমোটিভ প্রদর্শনী ‘অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশ ২০২৫’ এর।  

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ)-এর উদ্যোগে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে গত বৃহস্পতিবার (১ মে) থেকে শনিবার (৩ মে) পর্যন্ত এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

অটো সিরিজের অধীনে ছিল ‘১৮তম ঢাকা মোটর শো ২০২৫’, ‘৯ম ঢাকা বাইক শো ২০২৫’, ‘৮ম ঢাকা অটো পার্টস শো ২০২৫’, ‘৭ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৫’ ও ‘২য় ইলেকট্রিক ভেইকল (ইভি) বাংলাদেশ এক্সপো ২০২৫’।

তিন দিনব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। আইসিসিবির বিভিন্ন হলে কমার্শিয়াল অটোমোটিভ (হল-১), টু-হুইলার (হল-২) ও ফোর-হুইলার (হল-৩ ও ৪)সহ অটো পার্টস, আফটার মার্কেট অ্যাকসেসরিজ, লুব্রিকেন্ট এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি, বাইক, বাণিজ্যিক ও বৈদ্যুতিক যান প্রদর্শন করা হয়। এবারের আয়োজনে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ ১৭টি দেশের ১৭৫টিরও বেশি কোম্পানি ৬০০টি বুথ নিয়ে অংশগ্রহণ করে।

সরেজমিনে দেখা যায়, ছুটির দিন হওয়ায় প্রদর্শনীতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। গাড়ি ও বাইকপ্রেমীদের জন্যs এটি অন্যতম আকর্ষণীয় একটি মিলনমেলা। আয়োজকরা জানান, গতবারের তুলনায় এবারের প্রদর্শনীতে মোটরযানের ক্রয়-বিক্রয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মেলায় আসা দর্শনার্থী মো. জামাল উদ্দিন বলেন, এবারের আয়োজনে নতুন নতুন মডেলের বাইক ও গাড়ি দেখে আমি মুগ্ধ। বিভিন্ন কোম্পানি আকর্ষণীয় ছাড় দিয়েছে এবং ব্যাংকগুলোও সহজ শর্তে লোনের প্রস্তাব নিয়ে এসেছে। আমাদের মতো ক্রেতাদের জন্য একই ছাদের নিচে সবকিছু যাচাই করে দেখার এটি দারুণ সুযোগ।

আয়োজকরা জানান, ‘ঢাকা মোটর শো’ ২০০৬ সাল থেকে বাংলাদেশে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে। এই প্রদর্শনী মোটরপ্রেমী এবং অটো শিল্প ব্যবসার সঙ্গে জড়িত ক্রেতা-বিক্রেতাদের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে জ্ঞান ও প্রযুক্তির বিনিময় ঘটে, যা বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের মোটর, বাইক, যানবাহন এবং ইলেকট্রিক ভেহিকেল খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঢাকা মোটর শো বাংলাদেশের অটোমোটিভ শিল্পের বৃহত্তম এবং একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী। এটি অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শনের একটি কেন্দ্রবিন্দু, যেখানে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তারা নতুন গাড়ি, যন্ত্রাংশ এবং প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। এবারের প্রদর্শনীতে মিতসুবিশি, হোন্ডা, এমজি, প্রোটন, চাঙ্গান, সুজুকি, গ্যাক মোটরস, ডংফেন, দিপালের মতো ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি এবং বাজাজ, স্পিডোজ, ডংজিন গ্রুপ, সালিদা ইভির মতো টু-হুইলার ব্র্যান্ড তাদের নতুন কালেকশন নিয়ে হাজির ছিল।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘ঢাকা বাইক শো’ বাংলাদেশের বৃহত্তম আন্তর্জাতিক টু-হুইলার প্রদর্শনী, যেখানে মোটরসাইকেল, স্কুটার, বাইসাইকেল, হালকা বৈদ্যুতিক যানবাহন ও যন্ত্রাংশ প্রদর্শন করা হয়। অন্যদিকে ‘ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’ বাণিজ্যিক যানবাহন শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী এবং ‘ঢাকা অটোপার্টস শো’ অটো কম্পোনেন্ট ও প্রযুক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে।

গত ১ মে এই প্রদর্শনীগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলামসহ উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মতিউর রহমান, র‍্যাংগস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ হামদুর রহমান সাইমন, রেনকন অটোমোটিভ ডিভিশন-১ এর (ডিভিশনাল) হেড অব মার্কেটিং মোহাম্মদ ফাহিম হোসেন, এসিআই মোটরস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার আরিফুর রহমান এবং ক্যাস্ট্রল, রক এনার্জি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তানজীম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ইএসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।