ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সড়কে সিএনজি স্টেশন, দিতে হলো জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
সড়কে সিএনজি স্টেশন, দিতে হলো জরিমানা ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি অটোরিকশা স্টেশন উচ্ছেদে করেছে উপজেলা প্রশাসন। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে সিএনজি রাখায় চালকদের ১০ মামলায় সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে মইজ্জারটেক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি স্টেশন উচ্ছেদে এ অভিযানে পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী।

তিনি বলেন, সড়কে অবৈধভাবে গড়ে উঠা সিএনজি স্টেশন উচ্ছেদ করা হয়েছে।

এরপরেও তারা প্রধান সড়কে সিএনজি পার্কিং করে চলে যায়। এতে এ সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আজকের অভিযানে ১০ মামলায় সাড়ে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।  

এর আগে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকায় গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন তিনি। এ সময় দুটি দোকান উচ্ছেদ এবং দুই অটোরিকশার চালককে দুই হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।