ঢাকা, বুধবার, ২৭ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্বাচিপ চট্টগ্রাম জেলা ও চমেক শাখার কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মে ১৭, ২০২৪
স্বাচিপ চট্টগ্রাম জেলা ও চমেক শাখার কমিটি ঘোষণা ...

চট্টগ্রাম: স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জেলা শাখা ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব ডা. মো. কামরুল হাসান মিলন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

নবগঠিত জেলা শাখার কমিটিতে সভাপতি করা হয়েছে ডা. সেলিম আখতার চৌধুরীকে। এছাড়া সাধারণ সম্পাদক করা হয়েছে ডা. মো. আরিফুল আমীনকে।

সহ-সভাপতি পদে রাখা হয়েছে অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল মাওলা ও ডা. আ ন ম মিনহাজুর রহমানকে।

অন্যদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শাখা কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ডা. রবিউল করিমকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডা. রিজোয়ান রেহান।

সভাপতি ও সাধারণ সম্পাদকরা কমিটি পূর্ণাঙ্গ করে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

এর আগে গত ২২ এপ্রিল স্বাচিপ চট্টগ্রাম জেলা শাখা ও চমেক শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ১৭, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।