ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘মহামারিতে যারা জনগণের পাশে ছিল না, তারা ক্ষমতা চায়’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
‘মহামারিতে যারা জনগণের পাশে ছিল না, তারা ক্ষমতা চায়’ ...

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, বিপদে বন্ধুর পরিচয়। করোনা মহামারিতে যারা জনগণের পাশে ছিল না, তারা দেশের ক্ষমতায় যেতে চায়।

অথচ জনগণের বিপদে এগিয়ে আসার সামর্থ্য তাদের ছিল। ক্ষমতায় থাকাকালীন লাখ লাখ কোটি টাকা তারা মালয়েশিয়া,সৌদি আরব, দুবাই পাচার করেছে।
সুইচ ব্যাংকে তাদের টাকা জমা আছে। এমন দুর্নীতিবাজদের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।  

২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের নাথপাড়ায় ভোলা নাথ মন্দির পূজা উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সভায় সভাপতিত্ব করেন দুলাল নাথ। সুভাষ নাথের পরিচালনায় আলোচনায় অংশ নেন আশরাফুল গনি, দেলোয়ার হোসেন দেলু, মোহাম্মদ নুরুজ্জামান, হালিশহর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন দেবনাথ লিখন, সাধারণ সম্পাদক সুমন কান্তি নাথ, ভোলানাথ মন্দির পূজা উদযাপন পরিষদ সভাপতি বিপ্লব নাথ, সাধারণ সম্পাদক সুমন নাথ, তরুণ নাথ, কুশলব চৌধুরী, তপন শীল, পিকলু নাথ, সজল নাথ, সনজিৎ নাথ, প্রান্ত চৌধুরী প্রমুখ। সভার শুরুতে প্রধান অতিথি পূজারীদের প্লেটে প্রসাদ তুলে দেন এবং আগত নারী-পুরুষের মধ্যে শাড়ি, লুঙ্গি বিতরণ করেন।

অনুষ্ঠান শেষে তিনি ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ঝিলের পাড় মন্দির, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের পিলখানা, প্রবর্তক সংঘ পূজামণ্ডপগুলো পরিদর্শন করে উপস্থিত সনাতনী সম্প্রদায়কে শারদ শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন নেছার আহমেদ, হোসেন সরওয়ার্দী, নাজমুল হাসান রুমি, রুবেল দেওয়ানজী, বাপ্পু দত্ত, রতন দাশ, মৃদুল দে, সুমন দেবনাথ, শ্যামল মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।