ঢাকা, শুক্রবার, ৮ কার্তিক ১৪৩২, ২৪ অক্টোবর ২০২৫, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৯, অক্টোবর ২৩, ২০২৫
চবিতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম: সামাজিক যোগাযোগ মাধ্যমে আকাশ দাসের কুরুচিপূর্ণ বক্তব্যে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

চবি শিক্ষার্থী আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আল-আমিন, ইতিহাস বিরাশেদ মৃধা, মোহাম্মদ সোহেল রানা, উম্মে হাবিবা হাফসা, সিদ্ধার্থ মিস্ত্রি, সুরত আলম, মোহাম্মদ তুষার, উৎস সিদ্দিকি।

শিক্ষার্থীরা বলেন, আকাশ দাস যে বক্তব্য দিয়েছে, তা নারীদের প্রতি বিদ্বেষমূলক।

ধর্ষকের কোনো দল অথবা ধর্ম থাকতে পারে না। আমরা সবসময় ধর্ষণের বিরুদ্ধে।

তারা বলেন, যে ব্যক্তির দায়, তা কখনো পুরো একটা গোষ্ঠী নেবে না। আকাশ দাস প্রতিবন্ধী হওয়াতে একটি পক্ষ আকাশের দায় গোটা প্রতিবন্ধী সমাজের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনাদের মনে রাখতে হবে, ব্যক্তির দায় একান্ত সেই ব্যক্তি নেবে। সুতরাং আকাশ দাসের দায় কোনো প্রতিবন্ধী শিক্ষার্থী নেবে না।

তারা আরও বলেন, আকাশ দাস তার কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে নারীদের প্রতি চরম অসম্মান করেছে। এমন বক্তব্য দিয়ে সে ছাত্র সংসদ নির্বাহী সদস্য হিসেবে বহাল থাকতে পারে না। অবিলম্বে আকাশকে চাকসু থেকে প্রত্যাহার করতে হবে। তার পাশাপাশি তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, আকাশ দাসের স্ট্যাটাসের পর বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থীর পোস্ট সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে। বিষয়টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নজরে আসে।  

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।