ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধভাবে পুকুর ভরাট: ৪ জনের বিরুদ্ধে পরিবেশের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২০, আগস্ট ১৬, ২০২২
অবৈধভাবে পুকুর ভরাট: ৪ জনের বিরুদ্ধে পরিবেশের মামলা

চট্টগ্রাম: অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. মনির হোসেন বাদি হয়ে নগরের হালিশহর থানায় মামলাটি দায়ের করেন।

 

মামলার আসামীরা হলেন, মো. জনি (৩৫), মো. জিসান (৩০), মো. আকরাম (৩৮), মো. সোহাগ (৩২)।

জানা যায়, গণমাধ্যমে খবর প্রকাশের পর পরিবেশ অধিদফতর কার্যালয়ের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

এতে পুকুর ভরাটের সত্যতা পাওয়া যায়। এর প্রেক্ষিতে মামলা দায়েরের সিদ্ধান্ত দেয় পরিবেশ অধিদফতর।  

চট্টগ্রাম পরিবেশ অধিদফতরের পরিচালক  (মেট্রো) হিল্লোল বিশ্বাস বাংলানিউজকে বলেন, প্রায় এক মাস যাবৎ পুকুরের প্রায় ৪০ শতাংশ অংশ বালি দিয়ে ভরাট করা হয়েছে। যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধন, ২০১০) এর ধারা ৬ (ঙ) অনুযায়ী নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। তাই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ে করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।