চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্মের বিধান মেনে চললে বিশ্বে কখনো অশান্তি হতে পারে না।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফটিকছড়ির পূর্ব ধর্মপুর হজরত শাহ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী এমদাদীয়া নুরুল উলুম দাখিল মাদরাসার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং নতুন মাদরাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্বনবীর আগমনে পুলকিত হয় দুনিয়া। এ আনন্দ মুক্তি ও শান্তির। আনন্দ সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব ও সমমর্যাদার। বিশ্ব যখন অন্যায়, অবিচার, জুলুম ও বহুবিধ কুসংস্কারে নিমজ্জিত ছিল, ঠিক তখনই আল্লাহ তাআলা হিদায়াতের আলোক প্রদীপরূপে পৃথিবীর বুকে পাঠিয়েছেন প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-কে। তিনি পৃথিবীর বুকে এমন এক সুসভ্য সমাজ প্রতিষ্ঠা করেন, যা সর্বাঙ্গসুন্দর ও সমুজ্জ্বল আলোক আভায় উদ্ভাসিত। প্রিয় নবীর দেখানো মতেই আমাদের চলতে হবে।
তিনি বলেন, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা চাই ওই সময়েই নির্বাচন হবে কিন্তু একটি গোষ্ঠী নানা অজুহাতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। দেশের মানুষ তাদের ষড়যন্ত্র রুখে দেবে।
আল্লামা আবুল ফারাহ মুহম্মদ ফরিদ উদ্দীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মাওলানা জিয়াউল হক আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য ও সহকারী সমাজসেবা কর্মকর্তা নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন মুফতি কাজী ওমর ফারক, বিশেষ বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ হোসাইন।
পিডি/টিসি